হঠাৎ বিমানে জ্ঞান হারালেন অভিনেত্রী

ভারতীয় অভিনেত্রী নীলম কোঠারি সম্প্রতি এক ভয়াবহ বিমানযাত্রার অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। যাত্রাপথে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালেও যথাযথ চিকিৎসা বা সহায়তা পাননি বলে অভিযোগ করেছেন তিনি। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী। হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।
বিজ্ঞাপন
নীলম জানান, টরেন্টো থেকে মুম্বাইগামী ফ্লাইটটি নির্ধারিত সময়ের প্রায় নয় ঘণ্টা পর উড্ডয়ন করে। দীর্ঘ বিলম্বের পর যাত্রা শুরুর কিছুক্ষণ পরে খাবার পরিবেশনের পরই তিনি জ্ঞান হারান। এক সহযাত্রী তাকে নিজের আসনে ফিরিয়ে নিতে সাহায্য করলেও কেবিন ক্রু বা সংশ্লিষ্ট কারও পক্ষ থেকে তার শারীরিক অবস্থার খোঁজ নেওয়া হয়নি।
এক্সে দেওয়া পোস্টে নীলম লেখেন, ফ্লাইটটি শুধু নয় ঘণ্টা দেরি করল তা-ই নয়, মাঝআকাশে আমি গুরুতর অসুস্থ হয়ে পড়ি এবং খাবার দেওয়ার পরই জ্ঞান হারাই। একজন যাত্রী আমাকে সাহায্য করলেও এয়ারলাইন্সের পক্ষ থেকে কোনো চিকিৎসা সহায়তা বা নজরদারি পাইনি।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, ঘটনার পর কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া মেলেনি। নীলমের ভাষায়, এ ধরনের আচরণ একেবারেই অগ্রহণযোগ্য। বিষয়টি জরুরি ভিত্তিতে দেখা প্রয়োজন।
আরও পড়ুন: মেয়ের অ্যাকশন কোচ শাহরুখ
উল্লেখ্য, বলিউডের একজন পরিচিত মুখ নীলম কোঠারি দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন। সম্প্রতি জনপ্রিয় শো ‘ফ্যাবুলাস লাইভস অব বলিউড ওয়াইভস’-এ অংশ নিয়ে আবারও আলোচনায় আসেন তিনি।
বিজ্ঞাপন








