Logo

‘সুগার ড্যাডি’ গুঞ্জন নিয়ে মুখ খুললেন কুসুম শিকদার

profile picture
বিনোদন ডেস্ক
১১ ডিসেম্বর, ২০২৫, ১৭:৫২
10Shares
‘সুগার ড্যাডি’ গুঞ্জন নিয়ে মুখ খুললেন কুসুম শিকদার
ছবি: সংগৃহীত

শোবিজে নায়িকাদের ঝলমলে জীবন দেখলে অনেকেই ধরে নেন—তাদের সাফল্য বা আর্থিক স্বচ্ছতার পেছনে কোনো পুরুষের হাত থাকে, যাকে বলা হয় ‘সুগার ড্যাডি’। সমাজে প্রচলিত এই ভুল ধারণার কারণে অভিনেত্রীদের প্রায়ই অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি হতে হয়। সেই তালিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদারও।

বিজ্ঞাপন

সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে ব্যক্তিগত জীবন ও মিডিয়ার নানা গুঞ্জন নিয়ে কথা বলতে গিয়ে সঞ্চালকের সোজাসাপ্টা প্রশ্নে তিনি চমকে যান—“তুমি কি সুগার মামি হতে চাও?”

প্রশ্ন শুনে রসিকতা করেই কুসুম বলেন, “ও মাই গড! এক ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল- আমার নাকি অনেক সুগার ড্যাডি আছে! কিংবা গডফাদার আছে, বা ছিল। তখন একটু বিরক্ত হয়েও হেসে বলেছিলাম, সুগার ড্যাডির সময় আর আছে নাকি? এখন সুগার মামি হওয়ার বয়স!”

বিজ্ঞাপন

এ ধরনের গুজবকে ‘অতিরিক্ত বোকামি’ মনে করেন কুসুম। তিনি বলেন, ‘যারা জানে না, তারাই এমন কথা বলে। বিশেষ করে ‘শরতের জবা’-এর প্রমোশনের সময় যারা আমাকে নতুন দেখেছে, তারা হয়তো পোশাক বা গয়না দেখে ভেবেছে—এত টাকা এল কোথা থেকে? তখনই ধরে নিয়েছে, নিশ্চয়ই কারও সাহায্য আছে!’

তিনি জানান, দুই দশকেরও বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন তিনি। বলেন, “মিডিয়াতে আমার ২৩-২৫ বছর হয়ে গেছে। আমি ২১ বছর বয়স থেকে উপার্জন করি। এত বছর কাজ করলে কিছু টাকা থাকা তো স্বাভাবিক। বরং না থাকলে সেটা অস্বাভাবিক।”

বিজ্ঞাপন

জনপ্রিয় এই অভিনেত্রী দীর্ঘদিন ধরেই অভিনয় ও উপস্থিতি দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। ছোট পর্দা থেকে বড় পর্দা—সব মাধ্যমেই নিজের অভিনয়সত্তা প্রমাণ করেছেন এই শিল্পী। ‘লাল টিপ’, ‘গহীনে শব্দ’, ‘শঙ্খচিল’সহ বেশ কয়েকটি প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি সমান জনপ্রিয়; নতুন লুক বা স্টাইলে হাজির হলেই দর্শক-অনুরাগীদের দৃষ্টি কাড়েন।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD