রণবীরের ‘ধুরন্ধর’ অপ্রতিরোধ্য, বিশ্বব্যাপী আয় ৮৭২ কোটি টাকা ছাড়াল

রণবীর সিংয়ের নতুন স্পাই-থ্রিলার ‘ধুরন্ধর’ বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে। আদিত্য ধর পরিচালিত এই সিনেমা ভারতের অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি বিশ্বব্যাপী আয়েও শীর্ষে পৌঁছেছে।
বিজ্ঞাপন
সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ‘ধুরন্ধর’ বিশ্বব্যাপী আয় করেছে ৮৭২.২৫ কোটি টাকা, যা কন্নড় ব্লকবাস্টার ‘কান্তারা চ্যাপ্টার ১’ (৮৫২ কোটি) এর রেকর্ড ছাড়িয়ে গেছে। ভারতের অভ্যন্তরীণ বাজারে ছবির মোট আয় এখন ৫৭১ কোটি টাকা।
বড়দিন ও ইংরেজি নববর্ষের ছুটিতে আয়ের পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রথম সপ্তাহে সিনেমার আয় ছিল ২৩.৫ কোটি, আর দ্বিতীয় শুক্রবার ৩০ কোটি। গত সোমবারও এটি ১৬ কোটি টাকা আয় করেছে।
বিজ্ঞাপন
সিনেমাটিতে রণবীর সিংয়ের পাশাপাশি অভিনয় করেছেন অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, মাধবন, অর্জুন রামপাল এবং সারা অর্জুন।
‘ধুরন্ধর’ ২-এর অপেক্ষাও খুব বেশি দীর্ঘ হবে না; আগামী ২০২৬ সালের মার্চে মুক্তি পাবে এর সিক্যুয়েল।








