Logo

এই গল্প আপনার মনকে উষ্ণ রাখবে : মেহজাবীন

profile picture
বিনোদন প্রতিবেদক
২৯ ডিসেম্বর, ২০২৫, ২০:০৭
6Shares
এই গল্প আপনার মনকে উষ্ণ রাখবে : মেহজাবীন
ছবি: সংগৃহীত

বাংলাদেশের মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে বারবার নিজেকে প্রমাণ করেছেন। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এ মুক্তি পেয়েছে তার অভিনীত বহুল আলোচিত কাজ ‘সাবা’। এই সিনেমাটি নিয়ে ভক্ত ও দর্শকদের উদ্দেশ্যে একটি আবেগঘন ও অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক পোস্টে মেহজাবীন বলেন, ‘সাবা’ কোনো সাধারণ গল্প নয়; এটি মানুষের জীবনের গভীরে লুকিয়ে থাকা নানা অনুভূতির সংমিশ্রণ। মেহজাবীন লিখেছেন, ‘সাবা গল্পটি মূলত মানুষের সুখী হওয়ার তীব্র আকাঙ্ক্ষা, অপরাধবোধ, স্বাধীনতা, দায়িত্ব, ভালোবাসা এবং সামান্য ঘৃণাকে ঘিরে।’

বর্তমানে শীতের মৌসুম আর ছুটির আমেজ চলছে। এই অলস সময়টাকে আরও আনন্দময় করে তুলতে তিনি দর্শকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন। অভিনেত্রী বলেন, ‘ছুটির এই সময় আর শীতের দিনগুলোতে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে বসে হইচই-এ সাবা দেখুন।

বিজ্ঞাপন

দর্শকদের প্রতি আত্মবিশ্বাসের সুর ফুটিয়ে তোলার জন্য তিনি আরও বলেন, ‘এই গল্প আপনার মনকে উষ্ণ করে রাখবে।’

উল্লেখ্য, ‘সাবা’ সিনেমাটি নির্মাণের শুরু থেকেই আলোচনায় ছিল। এতে অভিনেত্রীর পাশাপাশি আরও অনেক দক্ষ অভিনয়শিল্পীরাও কাজ করেছে। জীবনঘনিষ্ঠ গল্পের সাবলীল উপস্থাপনের কারণে মুক্তির পর থেকেই ওটিটিতে দর্শকনন্দিত হচ্ছে কাজটি। মেহজাবীন চৌধুরীর এই পোস্টের পর অনুরাগী ও দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে নতুন করে নানা কৌতূহল দেখা দিচ্ছে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD