Logo

সৈকতে পরীর গ্ল্যামার, ক্যাপশনে লিখলেন ‘শীত নাই’

profile picture
বিনোদন ডেস্ক
১৪ জানুয়ারি, ২০২৬, ১৩:৫০
সৈকতে পরীর গ্ল্যামার, ক্যাপশনে লিখলেন ‘শীত নাই’
ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি সোশ্যাল মিডিয়ায় আবারও ভক্তদের মনোযোগ আকর্ষণ করেছেন। বর্তমানে তিনি অবকাশ যাপনে মালয়েশিয়ায় অবস্থান করছেন এবং সেখান থেকে কিছু ছবি শেয়ার করেছেন।

বিজ্ঞাপন

শেয়ার করা ছবিগুলিতে দেখা যায়, সমুদ্রের তীরে হোটেলের ব্যালকনিতে ফুরফুরে মেজাজে রয়েছেন পরীমণি। পরী প্যান্ট এবং স্লিভলেস টপস পরে আছেন, সঙ্গে রোদ চশমা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শীত নাই’, সঙ্গে একটি ভালোবাসার ইমোজি।

ভক্তরা ছবিতে তার এই অবতারে মুগ্ধ। কমেন্ট বক্সে কেউ লিখেছেন, ‘সবসময়ই অনন্যা’, আবার অন্যজন মন্তব্য করেছেন, ‘আপনার হাসিটাই সব সৌন্দর্য বাড়িয়ে দেয়’।

বিজ্ঞাপন

কাজের ব্যস্ততা থেকে বিরতি নেওয়ার জন্য দেশের বাইরে সময় কাটাচ্ছেন পরী। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট করে ভক্তদের সঙ্গে সংযোগ বজায় রাখছেন তিনি।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD