রাফসান-জেফার প্রেম পথের পরিণতি

দীর্ঘদিন ধরে শোবিজ পাড়ায় ‘ওপেন সিক্রেট’ প্রেম হিসেবে আলোচিত রাফসান সাবাব ও সংগীতশিল্পী জেফার রহমান অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন।
বিজ্ঞাপন
সব কিছু পরিকল্পনা অনুযায়ী থাকলে, বুধবার (১৪ জানুয়ারি) তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
বছর কয়েক ধরে এই তারকা জুটির সম্পর্ক নিয়ে চাউর ছিল গুঞ্জন, যদিও দুজনই সর্বদা নিজেদের কেবল ‘ভালো বন্ধু’ হিসেবে পরিচয় করিয়ে দিতেন। এবার সেই সম্পর্কের গল্প পূর্ণতা পাচ্ছে বন্ধন বাঁধার মাধ্যমে।
বিজ্ঞাপন
পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের প্রস্তুতি গোপনভাবেই সম্পন্ন হয়েছে। ঢাকার অদূরে একটি নিরিবিলি রিসোর্টে দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন: পোশাকে স্বামীর পদবি, আলোচনায় আলিয়া ভাট
রাফসান সাবাব তার সাবলীল বাচনভঙ্গি ও উপস্থাপনার জন্য তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয়। জেফার রহমান দেশের সংগীতাঙ্গনে নিজের স্বতন্ত্র কণ্ঠ ও স্টাইলের জন্য পরিচিত। ভক্তরা তাদের নতুন এই যাত্রাকে উচ্ছ্বাস ও উৎসাহের সঙ্গে গ্রহণ করছেন।








