‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত প্রশান্তকে নিয়ে যা বললেন স্ত্রী

‘ইন্ডিয়ান আইডল’ সিজন–৩-এর বিজয়ী জনপ্রিয় সংগীতশিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ তার ভক্তরা। সুস্থ একজন মানুষ হঠাৎ এভাবে চলে যাওয়ায় নানা প্রশ্ন উঠলেও, এ নিয়ে কোনো রহস্য নেই বলে স্পষ্টভাবে জানিয়েছেন তার স্ত্রী মার্থা তামাং।
বিজ্ঞাপন
সোমবার (১২ জানুয়ারি) সকালে বাগডোগরা বিমানবন্দরে প্রশান্ত তামাংয়ের মরদেহ পৌঁছালে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কফিনে শায়িত স্বামীর দেহ জড়িয়ে ধরে মার্থা বলেন, “এটি সম্পূর্ণ স্বাভাবিক মৃত্যু। তিনি ঘুমের মধ্যেই আমাদের ছেড়ে চলে গেছেন। আমি তখন তার পাশেই ছিলাম, বুঝতেই পারিনি কখন সব শেষ হয়ে গেল।”
ভক্তদের ভালোবাসায় আপ্লুত মার্থা জানান, সকাল থেকেই বিশ্বের নানা প্রান্ত থেকে অসংখ্য মানুষ ফোন করে শোক ও শ্রদ্ধা জানাচ্ছেন। তিনি বলেন, “পরিচিত-অপরিচিত অনেক মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে ফুল পাঠাচ্ছেন। যারা সরাসরি শ্রদ্ধা জানাতে চান, তারা হাসপাতালে আসতে পারেন।”
আরও পড়ুন: পোশাকে স্বামীর পদবি, আলোচনায় আলিয়া ভাট
বিজ্ঞাপন
ভক্তদের উদ্দেশে তিনি আরও বলেন, “আপনারা যেভাবে এতদিন মেসেজ, গান আর ভিডিওর মাধ্যমে তাকে ভালোবাসা দিয়েছেন, তাতে আমি সত্যিই আবেগাপ্লুত। তিনি একজন অসাধারণ মানুষ ছিলেন। আপনাদের কাছে শুধু এটুকুই অনুরোধ—তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করবেন।”
উল্লেখ্য, ১৯৮৩ সালে দার্জিলিংয়ে জন্ম নেওয়া প্রশান্ত তামাং সংগীতের টানে পুলিশের চাকরি ছেড়ে মুম্বাইয়ের বিনোদন জগতে পা রাখেন। ২০০৭ সালে ‘ইন্ডিয়ান আইডল’ জিতে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন তিনি।
বিজ্ঞাপন
তবে এই সাফল্য শুধু সংগীতজগতেই নয়, দার্জিলিংয়ের রাজনৈতিক অঙ্গনেও আলোড়ন তোলে। প্রশান্তের জয়কে কেন্দ্র করে তৎকালীন রাজনৈতিক সমীকরণে পরিবর্তন আসে এবং একটি বিতর্কিত রেডিও মন্তব্যের জেরে বিমল গুরুংয়ের মতো নেতাদের উত্থানের ক্ষেত্রও তৈরি হয় বলে মনে করা হয়।








