রাফসান ও জেফারের দ্বিতীয় বিয়ে, আশীর্বাদ চাইলেন রাফসান

ঢাকাই বিনোদন অঙ্গনের আলোচিত জুটি, কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব, বুধবার (১৪ জানুয়ারি) বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
বিজ্ঞাপন
সকালে তাদের গায়েহলুদ অনুষ্ঠান সম্পন্ন হয় এবং সন্ধ্যায় বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। উভয়ই আগের দিন পর্যন্ত বিয়ের বিষয়ে নীরব ছিলেন। পরে রাফসান ফেসবুকে ছবি শেয়ার করে বিয়ের খবর নিশ্চিত করেন।
ফেসবুকে ক্যাপশনে তিনি লিখেছেন, “বন্ধুবান্ধব, পরিবার এবং প্রিয়জনের ভালোবাসায় ঘেরা আমাদের যাত্রা শুরু করার সঙ্গে সঙ্গে আপনাদের আশীর্বাদ কামনা করছি। আজ আমরা আমাদের জীবনকে একত্রিত করছি এবং একসাথে একটি সুন্দর অধ্যায়ে পা রাখছি।”
বিজ্ঞাপন
বিয়ে ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে।








