Logo

যশের ‘টক্সিক’ ঘিরে বিতর্ক, ভাইরাল তার পুরনো মন্তব্য

profile picture
বিনোদন ডেস্ক
১৪ জানুয়ারি, ২০২৬, ১৩:১১
যশের ‘টক্সিক’ ঘিরে বিতর্ক, ভাইরাল তার পুরনো মন্তব্য
ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার সুপারস্টার যশের পরবর্তী ছবি টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস প্রকাশের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। ট্রেলার প্রকাশের পর দর্শক ও সমালোচকদের মধ্যে ছবির ‘টক্সিক’ বিষয়বস্তু নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

এদিকে নেটিজেনদের নজর কেড়েছে যশের একটি পুরনো সাক্ষাৎকার, যা এখন ভাইরাল। সেই সাক্ষাৎকারে যশ বলেছিলেন, “আমি এমন কোনো দৃশ্যে অভিনয় করব না, যা আমি আমার বাবা-মার সঙ্গে বসে দেখার উপযুক্ত মনে করি।” বর্তমান বিতর্কের প্রেক্ষিতে নেটিজেনদের একাংশ তাকে ‘দ্বিমুখী’ বলে সমালোচনা করছেন।

ছবির ট্রেলারে দেখা যায়, রণক্ষেত্রের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে যশের সঙ্গে এক নারীর ঘনিষ্ঠ দৃশ্য অন্তর্ভুক্ত। অনেক দর্শক প্রশ্ন তুলেছেন, কেন খ্রিস্টান গোরস্থানে গোলাগুলি ও মারপিটের মতো দৃশ্যের মাঝেও এমন যৌনদৃশ্য রাখা হলো। সমালোচকেরা মনে করছেন, এই দৃশ্য শুধুই দর্শক আকর্ষণের জন্য ব্যবহার করা হয়েছে এবং এটি নারীবিদ্বেষী মানসিকতাকে উসকে দেয়। কিছু নেটিজেন এমনকি এই দৃশ্যটি সরানোর দাবি তুলেছেন।

বিজ্ঞাপন

অন্যদিকে ভক্তরা অভিনেতার সমর্থনে এসেছে। তারা বলছেন, সময়ের সঙ্গে মানুষ পরিবর্তিত হয় এবং একজন অভিনেতার সৃজনশীল সিদ্ধান্তকে নিন্দার চেয়ে বোঝার চেষ্টা করা উচিত। পুরো সিনেমা না দেখে কেবল একটি দৃশ্যের ভিত্তিতে বিচার করা ঠিক নয়, তাদের যুক্তি।

ছবিতে যশের বিপরীতে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গেছে বেয়াট্রিজ টফেনবাককে। এছাড়া উপস্থিত আছেন কিয়ারা আডবাণী, নয়নতারা, রুক্মিণী, তারা সুতারিয়া, হুমা কুরেশি ও নওয়াজউদ্দীন সিদ্দীকী। সিনেমার গোপন কথিত আকর্ষণ এবং তারকাবহুল কাস্টের কারণে অনেকে মনে করছেন, এটি সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিম্যাল সিনেমার রেকর্ড চ্যালেঞ্জ করতে পারে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD