Logo

মুক্তির আগেই আইএমডিবিতে শীর্ষে শাহরুখের ‘কিং’

profile picture
বিনোদন প্রতিবেদক
১৬ জানুয়ারি, ২০২৬, ১৫:৪০
মুক্তির আগেই আইএমডিবিতে শীর্ষে শাহরুখের ‘কিং’
ছবি: সংগৃহীত

নতুন বছরে মুক্তির অপেক্ষায় থাকা ভারতীয় ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আগ্রহের কেন্দ্রে রয়েছে শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’। মুক্তির আগেই জনপ্রিয় চলচ্চিত্র তথ্যভান্ডার ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি)–তে চলতি বছরের সবচেয়ে বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে ছবিটি।

বিজ্ঞাপন

আইএমডিবি থেকে জানানো হয়েছে, বৈশ্বিক দর্শকদের প্রকৃত আগ্রহ ও অনুসন্ধানের ভিত্তিতেই এই তালিকা তৈরি করা হয়েছে। প্রতি মাসে প্ল্যাটফর্মটিতে আসা প্রায় ২৫ কোটিরও বেশি ব্যবহারকারীর পেজভিউ বিশ্লেষণ করে এই র‍্যাংকিং নির্ধারণ করা হয়।

ফলে তালিকাটি কেবল ভারতীয় দর্শকদের নয়, আন্তর্জাতিক পর্যায়েও ভারতীয় সিনেমার প্রতি বাড়তে থাকা আগ্রহের স্পষ্ট প্রতিফলন।

বিজ্ঞাপন

আইএমডিবির প্রকাশিত ২০২৬ সালের বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকায় জায়গা পেয়েছে মোট ২০টি ছবি, যা নির্মিত হয়েছে পাঁচটি ভিন্ন ভাষায়। এর মধ্যে সবচেয়ে বেশি—১০টি হিন্দি ভাষার সিনেমা। এরপর রয়েছে তেলেগু ভাষার পাঁচটি, তামিল ভাষার তিনটি এবং মালয়ালম ও কন্নড় ভাষার একটি করে সিনেমা।

তালিকার শীর্ষ পাঁচে ‘কিং’-এর পর দ্বিতীয় স্থানে রয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত ও রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ পার্ট ১’। তৃতীয় স্থানে আছে এইচ ভিনোথ পরিচালিত থালাপতি বিজয় অভিনীত ‘জন নায়াগন’। চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে প্রভাস অভিনীত ও সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’। আর পঞ্চম স্থানে রয়েছে গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করছেন যশ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ‘কিং’ ছবির মাধ্যমে প্রায় তিন বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন করছেন শাহরুখ খান। ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ।

মুক্তির আগেই আইএমডিবির তালিকায় শীর্ষস্থান দখল করে নেওয়া থেকেই স্পষ্ট—শাহরুখ খানের এই প্রত্যাবর্তন ঘিরে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD