Logo

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর সিঙ্গাপুর

profile picture
জনবাণী ডেস্ক
২১ জুন, ২০২৩, ০৩:৫৩
31Shares
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর সিঙ্গাপুর
ছবি: সংগৃহীত

প্রকাশিত জুলিয়াস বেয়ার গ্রুপের ‘গ্লোবাল ওয়েলথ অ্যান্ড লাইফস্টাইল’এক প্রতিবেদনে প্রকাশিত তালিকায় শীর্ষে উঠে এসেছে নগরটি।

বিজ্ঞাপন

নিউইয়র্ক, লন্ডন বা দুবাইয়ের মতো শহরগুলোকে পেছনে ফেলে প্রথমবার সবচেয়ে ব্যয়বহুল  শহরের তালিকার শীর্ষে উঠে এসেছে সিঙ্গাপুর।

মঙ্গলবার (২০ জুন) প্রকাশিত জুলিয়াস বেয়ার গ্রুপের ‘গ্লোবাল ওয়েলথ অ্যান্ড লাইফস্টাইল’এক প্রতিবেদনে প্রকাশিত তালিকায় শীর্ষে উঠে এসেছে নগরটি।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় গাড়ি ও প্রয়োজনীয় স্বাস্থ্য ইনস্যুরেন্সের দাম সিঙ্গাপুরে গড়ে ১৩৩ ও ১০৯ শতাংশ বেড়েছে। দেশটিতে আবাসনের চাহিদা অনেক, শিক্ষা খরচও অনেক বেশি। অতি প্রয়োজনীয় ১২টি পণ্য ও আটটি সেবার দামও বেড়েছে সিঙ্গাপুরে।

বিজ্ঞাপন

এছাড়া  চীনের সাংহাই আছে ব্যয়বহুল শহরের তালিকার দ্বিতীয় অবস্থানে। তৃতীয় স্থানে রয়েছে হংকং। লন্ডন গতবারের দ্বিতীয় স্থান থেকে এবার চতুর্থ স্থানে নেমে এসেছে। নিউইয়র্ক আছে পঞ্চম অবস্থানে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD