Logo

বড়দিনে যিশুর জন্মভূমিতে ইসরাইলি হামলায় নিহত ২৫০

profile picture
জনবাণী ডেস্ক
২৬ ডিসেম্বর, ২০২৩, ২১:২৬
70Shares
বড়দিনে যিশুর জন্মভূমিতে ইসরাইলি হামলায় নিহত ২৫০
ছবি: সংগৃহীত

বড়দিনেও ইসরাইলি বর্বর হামলা থেকে রেহায় পায়নি অবরুদ্ধ গাজা

বিজ্ঞাপন

বড়দিনেও ইসরাইলি বর্বর হামলা থেকে রেহায় পায়নি অবরুদ্ধ গাজা। এদিন হামলা আরও জোরদার করেছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনি অবরুদ্ধ ভূখণ্ডটিতে গত ২৪ ঘণ্টার বর্বর ইসরায়েলি আগ্রাসনে ২৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুধুমাত্র মাগাজি শরণার্থী শিবিরেই ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে আল জাজিরা  জানিয়েছে, গাজায় ইসরাইলি এই হামলায় বহু পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, মাগাজি ক্যাম্পের একটি আবাসিক চত্বরে ইসরাইলি হামলায় সাতটি পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে।

ইসরায়েল এবং হামাসের মধ্যে চলমান যুদ্ধে গাজায় ক্রিসমাসের আগের রাতে সবচেয়ে তীব্র বোমা হামলা করা হয়। ফিলিস্তিনি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা জানায়, খান ইউনিস, বুরেজ, জিহর আল-দিক এবং নুসিরাত-এ রাতারাতি ইসরাইলি বোমা হামলায় ফিলিস্তিনিরা নিহত হয়েছে।

বিজ্ঞাপন

ইসরাইলি এই হামলায় বহু ভবন মাটিতে মিশে যায় এবং বহু মানুষ ধ্বংসস্তূপের স্তূপের নিচে আটকা পড়েন।  

বিজ্ঞাপন

ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি আল জাজিরাকে জানায় তারা পেশাগত দায়িত্ব পালনে গাজায় প্রতিনিয়ত ইসরাইলি বাহিনীর নিগ্রহের সম্মুখীন হচ্ছেন, তাছাড়া গাজায় প্রবেশ করা সাহায্য বেসামরিক মানুষের প্রয়োজন মেটাতে যথেষ্ট নয়।

বিজ্ঞাপন

রেড ক্রিসেন্ট ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের সর্বশেষ হিসাব অনুযায়ী ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ২০ হাজার ৬৭৪ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ৫৪,৫৩৬ জন আহত হয়েছেন।  

বিজ্ঞাপন

এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফিলিস্তিনিদের গাজা ছেড়ে যেতে উত্সাহিত করতে চান বলে ইসরাইলি সংবাদমাধ্যম গুলো জানিয়েছে। হামাস এই বক্তব্যের নিন্দা জানিয়েছে।

জেবি/এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD