Logo

কেনিয়া যেতে লাগবে না ভিসা

profile picture
জনবাণী ডেস্ক
২৮ ডিসেম্বর, ২০২৩, ০৪:২৯
কেনিয়া যেতে লাগবে না ভিসা
ছবি: সংগৃহীত

তাদের আর ভিসার জন্য আবেদন করতে হবে না।

বিজ্ঞাপন

আফ্রিকার দেশ কেনিয়া নতুন বছরে ভ্রমণপিপাসুরা বিনা ভিসায় কেনিয়ায় ভ্রমণের সুযোগ পাবেন। আগামী নতুন বছরের জানুয়ারি থেকে এ নিয়ম কার্যকর হবে। সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো এ কথা জানান।

তিনি জানান, তার সরকার একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখান থেকে আগেভাগেই পর্যটকদের ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন দেওয়া হবে। তাদের আর ভিসার জন্য আবেদন করতে হবে না।

বিজ্ঞাপন

কেনিয়ার স্বাধীনতার ৬০ বছর পূর্তি উপলক্ষে রাজধানী নাইরোবিতে আয়োজিত একটি অনুষ্ঠানে রুটো বলেন, “বিশ্বের যেকোনো প্রান্তের যেকোনো মানুষেরই আর কেনিয়া ভ্রমণের জন্য ভিসা আবেদনের ঝামেলা পোহাতে হবে না। দীর্ঘদিন ধরেই রুটো আফ্রিকা মহাদেশে ভিসামুক্ত ভ্রমণের পক্ষে কথা বলে আসছেন।”

বিজ্ঞাপন

গেল অক্টোবরে কঙ্গো প্রজাতন্ত্রে এক সম্মেলনে তিনি বলেছিলেন, আফ্রিকান দেশগুলোর লোকদের ২০২৩ সালের শেষ নাগাদ কেনিয়াতে ভ্রমণের জন্য ভিসার প্রয়োজন হবে না।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কেনিয়ার অর্থনীতিতে পর্যটন শিল্পের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ভারত মহাসাগরের উপকূলীয় এলাকা এবং দেশটির অভ্যন্তরীণ বন্যপ্রাণী সাফারিগুলো পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ।  সূত্র : সিএনএন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD