পাকিস্তানে ভোটগ্রহণ শেষে চলছে গণনা

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। সমাপ্ত হয় বিকাল ৫টায়।
বিজ্ঞাপন
পাকিস্তানের বহুল আলোচিত জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ সমাপ্ত হয়েছে। এখন চলছে ভোট গণনা।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। সমাপ্ত হয় বিকাল ৫টায়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখন সবার নজর ফলাফলের দিকে। কোন দল ক্ষমতায় আছে বা কে হচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী-এমন নানা জিজ্ঞাসা মানুষের।
ভোটগ্রহণ সমাপ্ত হওয়ার পর এরই মধ্যে শুরু হয়েছে গণনা। একটু পরই দেশটির গণমাধ্যমগুলো ভোটের বুথফেরত ফলাফল প্রকাশ করতে শুরু করবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
জানা যায়, টেলিভিশন চ্যানেলের পাশাপাশি নিউজ পোর্টাল ও অন্যান্য প্লাটফর্মে বেসরকারি ফলাফল প্রকাশ করা হবে। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ৩ ধাপে। অস্থায়ী ফলাফল, ফলাফল সমন্বয় এবং ফলাফল ঘোষণা।
অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) নিঘাত সাদিক এক সংবাদ সম্মেলনে বলেছেন, “প্রিজাইডিং অফিসারদেরকে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বেলা ২টার মধ্যে নির্বাচন কমিশনে নির্বাচনের ফলাফল পাঠাতে হবে।”
বিজ্ঞাপন
কোনো বিলম্বের ক্ষেত্রে রিটার্নিং অফিসার (আরও) প্রিসাইডিং অফিসারের (পিও) কাছ থেকে বিলম্বের কারণ জিজ্ঞাসা করবেন এবং তা ইসিপিতে জমা দেবেন।
বিজ্ঞাপন
এই কর্মকর্তার বক্তব্য অনুযাসারে, শুক্রবার ২টার মধ্যে নির্বাচনের সরকারি ফলাফল ঘোষণা করা হবে।
জেবি/এসবি