Logo

ভারতে দেয়াল ধসে বাবাসহ শিশুর মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
৩ জুলাই, ২০২৪, ০১:৩৬
59Shares
ভারতে দেয়াল ধসে বাবাসহ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

ঘটনাস্থলে শিশু আসিফ উদ্দিন ও তার বাবা আজির উদ্দিনের মৃত্যু ঘটে

বিজ্ঞাপন

প্রবল বৃষ্টিপাতের ফলে আসামের কাছাড় জেলার চলতাকান্দিতে ঘটেছে ভয়াবহ এক র্দুঘটনা। ঘরের দেয়াল ধসে বাবাসহ শিশুর মৃত্যু ঘটে।

মঙ্গলবার (২ জুলাই ) সকালে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নিহত শিশুটির নাম আসিফ উদ্দিন (৬ মাস) এবং বাবার নাম আজির উদ্দিন (৩৫)। 

বিজ্ঞাপন

জানা যায়, ঘরে শিশুসহ ৯ জনের একটি পরিবার ছিল। সকালে শুয়ে থাকা অবস্থায় হঠাৎ করে ঘরের মাটির দেয়াল ধসে পড়ে।

বিজ্ঞাপন

ঘটনাস্থলে শিশু আসিফ উদ্দিন ও তার বাবা আজির উদ্দিনের মৃত্যু ঘটে।এ ঘটনায় পরিবারের আরও ২ জন আহত হয়েছে। ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই।

এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উধারবন্দ পুলিশ।  মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য মর্গে পাঠায় পুলিশ । এ মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারকে আর্থিক সাহায্যের দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD