Logo

সুপার টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামে ১৭৯ জনের প্রাণহানি

profile picture
জনবাণী ডেস্ক
১২ সেপ্টেম্বর, ২০২৪, ২১:২৪
36Shares
সুপার টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামে ১৭৯ জনের প্রাণহানি
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) জিনহুয়া নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।

বিজ্ঞাপন

সুপার টাইফুন ঘূর্ণিঝড় ইয়াগির আঘাতে ভিয়েতনামের বিভিন্ন অঞ্চলে এখন পর্যন্ত ১৭৯ জনের প্রাণহানি হয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন আরও ৭ শতাধিক মানুষ। এদিকে, ঘূর্ণিঝড় পরবর্তী প্রবল বর্ষণে রেড রিভারের পানি রেকর্ড পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বন্যায় তলিয়ে গেছে রাজধানী হ্যানয়ের অধিকাংশ এলাকা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) জিনহুয়া নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এসব তথ্য জানায়। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত দেশটিতে এখনও নিখোঁজ আছেন ১৪৫ জন নাগরিক। গেল ২৪ ঘণ্টায় বিরতিহীন বৃষ্টিপাতে প্রতিটি নদী ও জলাশয়ে বেড়েছে পানির স্তর। এ অবস্থায় কয়েকটি প্রদেশে বন্যার সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ।

বিজ্ঞাপন

গেল  শনিবার ঘণ্টায় ২০৩ কিলোমিটার বেগে ভিয়েতনামের উত্তর-পূর্ব উপকূলে আছড়ে পড়ে টাইফুনটি। এতে করে রাজধানী হ্যানয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ভবন। ভেঙে পড়েছে গাছ ও বৈদ্যুতিক খুঁটি। ফলে বেশ কিছু এলাকায় ব্যাহত হয়েছে বিদ্যুৎ সরবরাহ ও টেলিযোগাযোগ ব্যবস্থা।

বিজ্ঞাপন

এখন পর্যন্ত ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে ১২ মিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভিয়েতনাম সরকার।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD