Logo

ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ব্যর্থতায় ডাচ পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

profile picture
জনবাণী ডেস্ক
২৪ আগস্ট, ২০২৫, ০২:৫৬
65Shares
ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ব্যর্থতায় ডাচ পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ
ছবি: সংগৃহীত

এই ঘটনায় ডাচ রাজনীতিতে ব্যাপক অস্থিরতার সৃষ্টি হয়েছে

বিজ্ঞাপন

দখলদার ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আরোপে ব্যর্থ হওয়ায় পদত্যাগ করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্প। এই ঘটনায় ডাচ রাজনীতিতে ব্যাপক অস্থিরতার সৃষ্টি হয়েছে।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, মধ্য ডানপন্থি নিউ সোশ্যাল কনট্রাক্ট দলের এই নেতা শুক্রবার (২২ আগস্ট) জানিয়েছেন যে ইসরায়েলের বিরুদ্ধে ‘অর্থবহ পদক্ষেপ’ নেওয়ার জন্য মন্ত্রিসভায় একমত হতে পারেননি তিনি। এমনকি, ইতোমধ্যেই আরোপিত কিছু নিষেধাজ্ঞা নিয়েও তার সহকর্মীদের প্রতিরোধের মুখে পড়েছিলেন এই মন্ত্রী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে ভেল্ডক্যাম্প কট্টর ডানপন্থি ইসরায়েলি মন্ত্রী বেজালেল স্মোটরিচ ও ইতামার বেন-গভিরের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। তাদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের সহিংসতা উসকে দেওয়ার অভিযোগ রয়েছে।

এ ছাড়া, গাজার মানবিক পরিস্থিতি ও ‘ঝুঁকিপূর্ণ ব্যবহার’ এর আশঙ্কায় তিনি নৌবাহিনীর জাহাজের যন্ত্রাংশের জন্য তিনটি রপ্তানি অনুমতিও বাতিল করেছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ক্যাসপার ভেল্ডক্যাম্প সাংবাদিকদের বলেন, ‘গাজায় যা ঘটছে, গাজা সিটিতে হামলা, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের সিদ্ধান্ত এবং পূর্ব জেরুজালেমের ঘটনাগুলোও আমি দেখছি।’

ভেল্ডক্যাম্পের পদত্যাগের পর তার দল নিউ সোশ্যাল কনট্রাক্ট-এর সব মন্ত্রী ও রাষ্ট্রীয় সচিবও সংহতি প্রকাশ করে তত্ত্বাবধায়ক সরকার থেকে সরে দাঁড়িয়েছেন। এর ফলে বর্তমানে নেদারল্যান্ডসে কার্যত পররাষ্ট্রমন্ত্রীবিহীন অবস্থা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD