যুক্তরাষ্ট্রের সেনা গোয়েন্দা প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প, বড় রদবদল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩:২৬ পিএম, ২৩শে আগস্ট ২০২৫

গত জুনে ইরান-ইসরায়েল সংঘাতের সময় ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন বাহিনীর হামলা নিয়ে মার্কিন সামরিক গোয়েন্দা বিভাগ (ডিআইএ)-এর গোপন প্রতিবেদনে তথ্য ফাঁস হয়ে যাওয়ায় চাকরি খুইয়েছেন ডিআইএ প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফরি ক্রুস।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের আদেশে শুক্রবার তাকে চাকরিচ্যুত করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকেও এ তথ্য নিশ্চিত করেছে।
আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭১ ফিলিস্তিনি নিহত
গত জুনে ইরান-ইসরায়েল সংঘাতের শেষ দিকে ইরানের পরমাণু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে ‘অপারেশন মিড নাইট হ্যামার’ পরিচালনা করে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। সংক্ষিপ্ত সেই অপারেশনে লক্ষ্যবস্তু করা হয় ইরানের ফার্দো, নানতাজ এবং ইসফাহান শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে।
ওই অভিযানের পর ট্রাম্প গর্ব করে বলেছিলেন, মার্কিন বাহিনীর অভিযানে ইরানের পরমাণু স্থাপনায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে পারবে না দেশটি।
তবে মার্কিন সামরিক বাহিনীর গোয়েন্দা বিভাগের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, “এটা সত্য যে মার্কিন বিমান বাহিনীর হামলায় ইরানের পরমাণু স্থাপনার উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু ইরান সেই ক্ষয়ক্ষতি শিগগিরই কাটিয়ে উঠবে। আমাদের হাতে থাকা তথ্য এমনটাই বলছে।”
আরও পড়ুন: গাজা শহর ও আশপাশের এলাকায় দুর্ভিক্ষ ঘোষণা জাতিসংঘের
ডিআইএ-এর এই প্রতিবেদনে তেমন কোনো সমস্যা ছিল না, কিন্তু সম্প্রতি প্রতিবেদনের তথ্য ফাঁস হওয়ায় খুবই বিব্রত ও ক্ষুব্ধ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং তার নেতৃত্বাধীন প্রশাসনের কর্মকর্তারা।
এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, “কোনো একটি মহল জলঘোলা করার চেষ্টা করছে। তারা বলতে চাইছে, ইরানে যুক্তরাষ্ট্রের হামলা সফল ছিল না।” সূত্র: এএফপি।
এমএল/