Logo

কাতার ইস্যুতে ইসরায়েলকে কড়া বার্তা দিলেন ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১১
20Shares
কাতার ইস্যুতে ইসরায়েলকে কড়া বার্তা দিলেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠেছে। এবার সেই হামলার সমালোচনায় সরব হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রবিবার (১৪ সেপ্টেম্বর) নিউ জার্সির মোরিসটাউন বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ইসরায়েলকে সতর্ক করে বলেন, “কাতারকে ঘিরে খুব, খুব সাবধানে পদক্ষেপ নিতে হবে। হামাস ইস্যুতে পদক্ষেপ নেওয়া জরুরি, তবে কাতার যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র।”

বিজ্ঞাপন

ট্রাম্পের এই মন্তব্য এসেছে এমন সময়ে, যখন তিনি সম্প্রতি নিউইয়র্কে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির সঙ্গে নৈশভোজে মিলিত হন। সেখানেই কাতারের প্রধানমন্ত্রীকে তিনি প্রশংসা করে ‘চমৎকার মানুষ’ বলে উল্লেখ করেন।

অন্যদিকে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় আরব ও মুসলিম দেশগুলো কাতারের প্রতি সংহতি জানিয়েছে। দোহায় আয়োজিত আরব-মুসলিম রাষ্ট্রগুলোর জরুরি সম্মেলনে তারা হামলাটিকে ‘বর্বরোচিত’ আখ্যা দিয়ে কাতারের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের আইনগত পদক্ষেপকে সমর্থনের অঙ্গীকার করেছে।

বিজ্ঞাপন

কাতারের প্রধানমন্ত্রীও সম্মেলনে কঠোর সুরে বলেন, “এ ধরনের আক্রমণের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তোলা জরুরি।”

সূত্র: টাইমস অব ইসরায়েল

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD