Logo

ইসরায়েলি হোটেলে আঘাত হানল ইয়মেনের ড্রোন!

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ সেপ্টেম্বর, ২০২৫, ২২:৩৫
49Shares
ইসরায়েলি হোটেলে আঘাত হানল ইয়মেনের ড্রোন!
ছবি: সংগৃহীত

দখলদার ইসরায়েলের ইলাত শহরের একটি হোটেলে ভয়াবহ আঘাত হেনেছে ড্রোন।

বিজ্ঞাপন

গণমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে হোটেলের প্রবেশদ্বারে ড্রোনটি আছড়ে পড়ে।

এই হামলার পরপরই সেখানে ছুটে যায় নিরাপত্তা বাহিনী ও স্বাস্থ্যকর্মীরা।

ইলাত দখলদার ইসরায়েলের সর্বদক্ষিণের একটি শহর। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এ ড্রোনটি ছুড়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

গাজা সিটিতে বোমাবর্ষণে ভয়াবহ পরিস্থিতি, বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছেন মানুষ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সিটিতে নির্বিচারে বিমান ও ড্রোন থেকে বোমাবর্ষণ করছে দখলদার ইসরায়েল। এছাড়া বিস্ফোরক বোঝাই রোবট দিয়ে সেখানকার বাড়িঘর ধসিয়ে দিচ্ছে তারা। এতে গাজা সিটিতে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

মধ্যগাজা থেকে আলজাজিরার সাংবাদিক হানি মাহমুদ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জানিয়েছেন, এমন পরিস্থিতি মানুষের সহ্য ক্ষমতার বাইরে চলে গেছে। তিনি মধ্যগাজার একটি সড়ক থেকে বলেছেন, এখান দিয়ে অনেক মানুষ পালিয়ে যাচ্ছেন।

একটি ঠেলাগাড়িতে এক রোগীকে নিয়ে যেতে দেখেছেন তিনি। তাকে হাসপাতাল থেকে তার আত্মীয়স্বজনরা নিয়ে এসেছেন। জীবন বাঁচাতে তারা এখন উত্তর দিকে যাচ্ছেন।

বিজ্ঞাপন

হানি মাহমুদ বলেছেন, “ইসরায়েলিরা আরও হামলা ও অসহনীয় পরিস্থিতি সৃষ্টি করছে।”

গাজা সিটি থেকে আসা এক ব্যক্তি তাকে বলেছেন, গাজা সিটিকে ভয়াবহতা হচ্ছে। সেখানে অব্যাহত হামলা চলছে। আকাশ থেকে বিমান ও ড্রোন দিয়ে বোমাবর্ষণ করা হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী রিমোট কন্ট্রোল রোবট দিয়ে গাজা সিটিতে বিস্ফোরক পাঠাচ্ছে। এরপর সেগুলোতে বিস্ফোরণ ঘটিয়ে একের পর এক ভবন ধ্বংস করে দিচ্ছে। সূত্র: টাইমস অব ইসরায়েল

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD