বিশ্বের সর্বোচ্চ সেতুর উদ্বোধন করলো চীন

চীনের দক্ষিণাঞ্চলীয় গুইঝো প্রদেশে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হলো বিশ্বের সর্বোচ্চ সেতু হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ। প্রায় সাড়ে তিন বছর ধরে নির্মাণকাজ শেষে রোববার আনুষ্ঠানিকভাবে এ সেতুটি চালু করা হয়।
বিজ্ঞাপন
সমুদ্রপৃষ্ঠ থেকে ৬২৫ মিটার (২ হাজার ৫১ ফুট) ওপরে দাঁড়ানো এই সেতুটি উচ্চতায় ছাড়িয়ে গেছে একই প্রদেশের আগের রেকর্ডধারী বেইপানজিয়াং সেতুকে (৫৬৫ মিটার)। উদ্বোধনের দিন আকাশ থেকে তোলা ভিডিও ফুটেজে দেখা যায়, নীল রঙের সহায়ক টাওয়ার মেঘে ঢেকে আছে, আর তার ওপর দিয়ে চলাচল করছে গাড়ি।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনগণ, প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা একে নিজেদের এলাকার ‘স্বপ্নের সেতু’ বলে উল্লেখ করেন।
বিজ্ঞাপন
প্রাদেশিক পরিবহন বিভাগের প্রধান ঝাং ইয়িন জানান, সেতুটি চালুর পর দুই প্রান্তের মানুষের যাতায়াতের সময় দুই ঘণ্টা থেকে নেমে এসেছে মাত্র দুই মিনিটে। এর ফলে আঞ্চলিক বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
১ হাজার ৪২০ মিটার দীর্ঘ এই সেতু পাহাড়ি এলাকায় নির্মিত সবচেয়ে বড় স্প্যানের সেতু হিসেবে নতুন ইতিহাস গড়েছে। চীনের সরকারি সংবাদমাধ্যম জানায়, শুধুমাত্র গুইঝো প্রদেশেই বিশ্বের শীর্ষ ১০০ উচ্চ সেতুর প্রায় অর্ধেক রয়েছে।
বিজ্ঞাপন
তবে কাঠামোগত দিক থেকে এখনও বিশ্বের সর্বোচ্চ সেতুর রেকর্ড ফ্রান্সের মিলাও ভায়াডাক্টের হাতেই আছে, যার উচ্চতা ৩৪৩ মিটার।