সংঘর্ষে অচল পাকিস্তানের আজাদ কাশ্মির, নিহত ১

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ জম্মু কাশ্মিরে (এজেকে) তীব্র সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছেন।
বিজ্ঞাপন
পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ জম্মু কাশ্মিরে (এজেকে) তীব্র সংঘর্ষে একজন নিহত এবং ১২ জন আহত হয়েছে। সংঘর্ষ শুরু হয়েছে সোমবার (২৯ সেপ্টেম্বর) থেকে। আহতদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন।
খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি, ক্রমবর্ধমান বেকারত্ব এবং পার্লামেন্টে আসনসংখ্যা বাড়ানোর দাবিতে জম্মু কাশ্মির জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেএজেএএসি) মুজাফফরাবাদে হরতাল ও বিক্ষোভ কর্মসূচি শুরু করে। পরদিন মঙ্গলবার হাজারো মানুষ এই বিক্ষোভে অংশ নেন।
বিজ্ঞাপন
এদিকে একই দিন ‘আমান মার্চ’ নাম শান্তি মিছিল বের করে সরকারপন্থি রাজনৈতিক গোষ্ঠী মুসলিম কনফারেন্স। সেই শান্তি মিছিলটি মুজাফফরাবাদের নিলম ব্রিজের কাছাকাছি এলে আওয়ামী অ্যাকশন কমিটির কর্মী-সমর্থকদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় তাদের।
গুলাম মুস্তফা নামের এক প্রত্যক্ষ্যদর্শী জানিয়েছেন, নিলম ব্রিজ এলকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন আওয়ামী অ্যাকশন কমিটির নেতাকর্মীরা। ন্যাশনাল কনফারেন্সের শান্তি মিছিল ওই এলাকা দিয়ে যাওয়ার সময় মিছিল থেকে আওয়ামী অ্যাকশন কমিটির বিক্ষোভকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন মোহাম্মদ সুধির (৩০) নামের এক ক্রোকারি ব্যবসায়ী। এই ঘটনার পর ন্যাশনাল কনফারেন্স এবং আওয়ামী অ্যাকশন কমিটির নেতাকর্মীদের মধ্যে দাঙ্গা শুরু হয়।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শান্তি মিছিল থেকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ৩০ বছর বয়সী ক্রোকারি ব্যবসায়ী মোহাম্মদ সুধির। এরপর দুই পক্ষের মধ্যে দাঙ্গা ছড়িয়ে পড়ে। পুলিশ ও আধাসামরিক বাহিনী টিয়ারগ্যাস, লাঠিচার্জ ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে অন্তত ১২ জন আহত হন। আহতদের সবাই বর্তমানে সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন।