Logo

গাজার আরও কাছে ‘ফ্লোটিলা’, আটকাতে মরিয়া ইসরায়েল

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ অক্টোবর, ২০২৫, ১৮:২৭
28Shares
গাজার আরও কাছে ‘ফ্লোটিলা’, আটকাতে মরিয়া ইসরায়েল
ছবি: সংগৃহীত

মানবিক সাহায্য নিয়ে গাজার উদ্দেশে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ উপত্যকা থেকে মাত্র ২০০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

বিজ্ঞাপন

বুধবার (১ অক্টোবর) সকালে ফ্লোটিলার কর্মীরা এই ঘোষণা দিলেও ইসরায়েলি নৌবাহিনী এই নৌবহরকে জোরপূর্বক আটক করার জন্য প্রস্তুত হচ্ছে।

এদিকে ইসরায়েলি নৌবাহিনী ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে, তারা নৌবহরটিকে গাজায় পৌঁছাতে দেবে না। এমনকি জোরপূর্বক আটক করার প্রস্তুতিও নিয়েছে ইসরায়েল। এজন্য আশদোদ বন্দরে মোতায়েন করা হয়েছে প্রায় ৬০০ পুলিশ সদস্য।

বিজ্ঞাপন

ফ্লোটিলার কর্মীরা জানাচ্ছেন, ভোরে ইসরায়েলি বাহিনীর একটি কৌশল ব্যর্থ হয়েছে। একই সঙ্গে তাদের জাহাজগুলোর ওপরে ড্রোনের তৎপরতাও বেড়ে গেছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনোভাবেই ইসরায়েলের বিকল্প প্রস্তাব মেনে নেবেন না।

ইসরায়েলি বাহিনী জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গ, আইনজীবী এবং বিভিন্ন দেশের সংসদ সদস্যসহ ফ্লোটিলার নেতাদের কাছে বার্তা পাঠিয়ে বিকল্প পথ দিয়েছে। ইসরায়েল জানিয়েছে, যদি তারা মানবিক সাহায্য পৌঁছে দিতে চান, তবে তারা আশদোদ বন্দরে নোঙর করতে পারেন। সেখানে পণ্য খালাস হলে ইসরায়েল তা গাজায় স্থানান্তর করবে। তবে ফ্লোটিলার কর্মীরা এই বিকল্প প্রস্তাবে রাজি হননি।

প্রসঙ্গত, এবারকার ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আগের যেকোনো উদ্যোগের চেয়ে বড়। প্রায় ৫০টি জাহাজ ও ৫০০ জনেরও বেশি কর্মী এতে অংশ নিয়েছেন। এর মধ্যে রয়েছেন বিভিন্ন দেশের সংসদ সদস্য, মানবাধিকার কর্মী, আইনজীবী, সাংবাদিক এবং বিশ্ববিখ্যাত জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গ।

বিজ্ঞাপন

পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় আন্তর্জাতিক মহলেও এ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। মানবিক সাহায্যের এই বহর আটকানোর চেষ্টাকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে অভিযোগ উঠছে। তবে ইসরায়েল বরাবরের মতোই নিরাপত্তা উদ্বেগের কথা তুলে তাদের সিদ্ধান্তকে যুক্তি দেখাচ্ছে।

বিশ্ববাসী এখন তাকিয়ে আছে—ফ্লোটিলা কি শেষ পর্যন্ত গাজার তীর ছুঁতে পারবে, নাকি ইসরায়েলের বাধার মুখে আটকে যাবে?

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD