Logo

ইসরায়েলের অবরোধ অগ্রাহ্য করে গাজায় এগোচ্ছে ফ্লোটিলার ৩০ নৌযান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ অক্টোবর, ২০২৫, ১১:২৬
21Shares
ইসরায়েলের অবরোধ অগ্রাহ্য করে গাজায় এগোচ্ছে ফ্লোটিলার ৩০ নৌযান
ছবি: সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত গাজার জন্য খাদ্য ও ওষুধবাহী আন্তর্জাতিক জাহাজবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৩টি নৌযান আটক করেছে ইসরায়েলের নৌবাহিনী। তবে এখনও বহরের ৩০টি নৌযান গাজার উদ্দেশে যাত্রা অব্যাহত রেখেছে।

বিজ্ঞাপন

বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ফ্লোটিলার নৌযান আটক করার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। বার্তায় জানানো হয়, “হামাস-সুমুদ ফ্লোটিলার কয়েকটি নৌযান থামিয়ে দেওয়া হয়েছে এবং যাত্রীদের নিরাপদে ইসরায়েলের বন্দরে নেওয়া হয়েছে।”

আন্তর্জাতিক পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও ছিলেন ওই বহরে। তাকেসহ কয়েকজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়। তাদের নিরাপদ ও সুস্থ অবস্থায় রাখার কথাও জানানো হয়।

বিজ্ঞাপন

ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা এবং সুমুদ নুসানতারা—এই চার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে গড়ে ওঠা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গত ৩১ আগস্ট স্পেন থেকে গাজার উদ্দেশে ৪৩টি নৌযান নিয়ে যাত্রা শুরু করে। বহরে ছিলেন ৪৪টি দেশের ৫০০ স্বেচ্ছাসেবী—যাদের মধ্যে সংসদ সদস্য, আইনজীবী, রাজনৈতিক আন্দোলনকর্মী ও সাধারণ স্বেচ্ছাসেবী রয়েছেন।

বুধবার সন্ধ্যায় ভূমধ্যসাগরে গাজার উপকূল থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে পৌঁছালে ইসরায়েলি যুদ্ধজাহাজ ফ্লোটিলাকে ঘিরে ফেলে এবং ১৩টি নৌযান আটক করে। আটক নৌযানগুলোর মধ্যে তিনটির নাম জানা গেছে—স্পেক্টার, অ্যালমা এবং সাইরাস।

আরও পড়ুন: বিজয়া দশমী আজ

বিজ্ঞাপন

আটক হওয়া যাত্রীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশ করে ইসরায়েলের এ পদক্ষেপের নিন্দা জানান। তারা অভিযোগ করেন, মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার শান্তিপূর্ণ উদ্যোগকে ইসরায়েল অবৈধভাবে বাধাগ্রস্ত করেছে এবং যাত্রীদের অপহরণ করেছে।

ঘটনার পর আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন হ্যারিস এক্সে পোস্ট করা বার্তায় বলেন, “আজ রাতে যা ঘটেছে তা অত্যন্ত উদ্বেগজনক। এই মিশনের লক্ষ্য ছিল গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়ে আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো।”

তবে ইসরায়েল ১৩টি নৌযান আটকালেও বাকি ৩০টি নৌযান এখনও গাজার দিকে এগিয়ে চলছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পক্ষ থেকে জানানো হয়েছে, “ইসরায়েলের অবৈধ পদক্ষেপ আমাদের মিশন থামাতে পারবে না। আমরা গাজায় মানবিক করিডর খুলব।”

বিজ্ঞাপন

উল্লেখ্য, টানা ১৮ বছর ধরে ইসরায়েল গাজার সমুদ্র উপকূল অবরোধ করে রেখেছে। সেখানে কোনো আন্তর্জাতিক নৌবহর পৌঁছাতে পারেনি। এবার ফ্লোটিলা পৌঁছাতে পারলে তা হবে অবরোধ-পরবর্তী প্রথম আন্তর্জাতিক নৌবহরের নোঙর।

সর্বশেষ তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত সাড়ে ৩টায় ফ্লোটিলার ৩০টি নৌযান গাজার উপকূল থেকে প্রায় ৪৬ নটিক্যাল মাইল বা ৮৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

সূত্র: রয়টার্স, আল জাজিরা

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD