Logo

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ৩ গবেষক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৭ অক্টোবর, ২০২৫, ১৬:৩৫
12Shares
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ৩ গবেষক
ছবি: সংগৃহীত

চলতি বছরের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেছেন জন ক্লার্ক, মাইকেল ডেভোরেট এবং জন মার্টিনিস তিনজন মার্কিন বিজ্ঞানী।

বিজ্ঞাপন

তাদের যুগান্তকারী গবেষণা “ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং” এবং “ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন” ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময় মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স বিজয়ীদের নাম ঘোষণা করে।

বিজ্ঞাপন

নোবেল কমিটির পক্ষ থেকে জানানো হয়, তাদের গবেষণা কোয়ান্টাম মেকানিক্সের মৌলিক ধারণাকে বাস্তব প্রয়োগে রূপ দিতে বিশাল ভূমিকা রেখেছে। বিশেষ করে, এ গবেষণা ভবিষ্যতের কোয়ান্টাম কম্পিউটিং ও ন্যানোপ্রযুক্তি বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

প্রতি বছর চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, অর্থনীতি ও শান্তি - এই ছয়টি ক্যাটাগরিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়।

সোমবার চিকিৎসা শাস্ত্রে পুরস্কার ঘোষণার মাধ্যমে এবারের নোবেল সপ্তাহের সূচনা হয়। বুধবার ঘোষণা হবে রসায়নে, বৃহস্পতিবার সাহিত্যে এবং শুক্রবার শান্তিতে বিজয়ীদের নাম। সবশেষ ১৩ অক্টোবর অর্থনীতিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

নোবেলজয়ীদের প্রত্যেকে একটি সোনার মেডেল, একটি সনদপত্র এবং ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা (প্রায় ১২ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি ৬১ লাখ টাকা) পুরস্কার হিসেবে পাবেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD