Logo

গাজায় বোমা বিস্ফোরণে ৩ ইসরায়েলি সেনা আহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ অক্টোবর, ২০২৫, ১৪:১৫
23Shares
গাজায় বোমা বিস্ফোরণে ৩ ইসরায়েলি সেনা আহত
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে বোমা বিস্ফোরণে তিনজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার ( ৭ অক্টোবর) ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, আহতদের মধ্যে দু’জনের অবস্থাই আশঙ্কাজনক, আর একজন গুরুতর আহত হলেও তার প্রাণের ঝুঁকি নেই।

আহতদের নাম-পরিচয় বা আরও বিস্তারিত শারীরিক অবস্থা প্রকাশ করা হয়নি। তবে সকলেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

এই ঘটনার পেছনের প্রসঙ্গ হিসেবে উল্লেখযোগ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে এক সহিংস অভিযানে ১,২০০ জনকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। এর পরদিন ৮ অক্টোবর থেকে গাজায় শুরু হয় আইডিএফের প্রতিক্রিয়ামূলক সামরিক অভিযান, যা এখনও অব্যাহত রয়েছে।

আইডিএফের অভিযানে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও প্রায় ১ লাখ ৭০ হাজার জন।

বিজ্ঞাপন

অন্যদিকে আইডিএফের হিসেব অনুযায়ী, গাজায় দু’বছরের অভিযানে নিহত হয়েছেন মোট ৯১৩ জন ইসরায়েলি সেনা এবং আহত হয়েছেন ৬ হাজার ৩১৮ জন।

সূত্র : আনাদোলু এজেন্সি

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD