Logo

আফগানিস্তান থেকে প্রবেশের চেষ্টা, ৫০ জনকে হত্যা করল পাক সেনারা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ অক্টোবর, ২০২৫, ২০:০০
17Shares
আফগানিস্তান থেকে প্রবেশের চেষ্টা, ৫০ জনকে হত্যা করল পাক সেনারা
ছবি: সংগৃহীত

খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আফগানিস্তান থেকে পাকিস্তানে প্রবেশের চেষ্টা চলাকালে পাকিস্তানি সেনারা অন্তত ৫০ ব্যক্তিকে হত্যা করেছে। নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে, নিহতদের পাকিস্তান অভ্যন্তরে ‘ভারতীয় প্রভাবে সন্ত্রাসবাদের অংশ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিজ্ঞাপন

মোহামান্দ অঞ্চলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। দুই পক্ষের মধ্যে গোলাগুলি কয়েক ঘণ্টা ধরে চলে। এর আগে ১৩ থেকে ১৫ অক্টোবরের মধ্যে উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তান ও বান্নু অঞ্চলে আরও ৩৪ জনকে হত্যা করা হয়েছিল।

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, ‘আজম-এ-ইস্তেহকাম’ নামের এই অভিযান দেশের অভ্যন্তর থেকে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূল করার লক্ষ্য নিয়ে চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্তে উত্তেজনা দিন দিন বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক সময়ে কাবুলে পাকিস্তান বিমান হামলা চালালে আফগান সেনারা সীমান্তে পাল্টা আক্রমণ করে, জবাবে পাকিস্তান গোলাবর্ষণ ও ট্যাংক হামলা চালায়।

সূত্র: দ্য নিউজ

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD