Logo

আবারও বিক্ষোভের আগুন ভারতের আসামে, ঘটনা কী?

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ অক্টোবর, ২০২৫, ২৩:৪৩
12Shares
আবারও বিক্ষোভের আগুন ভারতের আসামে, ঘটনা কী?
ছবি: সংগৃহীত

আবারও বিক্ষোভের আগুন দেখা দিয়েছে ভারতের আসাম রাজ্যে। ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের মৃত্যুতে জড়িতদের বিচার চেয়ে বিক্ষোভে নেমেছে সাধারণ জনতা।

বিজ্ঞাপন

বুধবার (১৬ অক্টোবর) বাকসা জেলায় অভিযুক্তদের আদালতে হাজির করতে গেলে পুলিশের সঙ্গে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে বিক্ষোভকারীদের। ‘জাস্টিস ফর জুবিন’ স্লোগানে পুলিশ কনভয়ের দিকে ইট-পাটকেল ছোড়ে বিক্ষুব্ধ জনতা। এমনকি একটি পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেয় তারা।

পুলিশ সূত্রে জানা গেছে, গায়কের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার পাঁচজনকে সেদিন জেলা কারাগারে নেওয়া হচ্ছিল। এদের মধ্যে রয়েছেন ইভেন্ট আয়োজক শ্যামকানু মহন্ত, জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, আত্মীয় ও বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তা সন্দীপন গর্গ এবং দুজন পিএসও, তাদের একজন নন্দেশ্বর বোরা। আদালতের নির্দেশে তাদের বিচারিক হেফাজতে পাঠানো হয়।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, অভিযুক্তদের বহনকারী গাড়ি কারাগারে পৌঁছালে শতাধিক বিক্ষোভকারী স্লোগান দিতে দিতে তাদের দিকে পাথর ছোড়ে। এতে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পরে উত্তেজিত জনতা একটি পুলিশ গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে লাঠিচার্জ করে এবং পরে শূন্যে গুলি ছোড়ে। টিয়ার গ্যাস নিক্ষেপের পর বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর থেকে কারাগার চত্বর ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সিঙ্গাপুরে সমুদ্রে সাঁতার কাটার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন গায়ক জুবিন গার্গ। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। প্রথমে ঘটনাটি দুর্ঘটনা হিসেবে ধরা হলেও পরবর্তীতে তার স্ত্রী গারিমা ও ভক্তরা এটিকে পরিকল্পিত হত্যা বলে দাবি করে। 

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD