Logo

অভিবাসনবিরোধী বিক্ষোভে উত্তপ্ত আয়ারল্যান্ড, গ্রেফতার ২৯

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ অক্টোবর, ২০২৫, ১৪:২৫
4Shares
অভিবাসনবিরোধী বিক্ষোভে উত্তপ্ত আয়ারল্যান্ড, গ্রেফতার ২৯
ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে অভিবাসনবিরোধী বিক্ষোভে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গত দুই দিনে ২৯ জনকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিজ্ঞাপন

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার একদিনেই ২৩ জনকে আটক করা হয়। বাকিরা গ্রেফতার হন মঙ্গলবার।

বিক্ষোভের সূত্রপাত হয় গত সোমবার (২০ নভেম্বর), যখন স্যাগার্ট এলাকার সিটিওয়েস্ট হোটেল থেকে ২৬ বছর বয়সী এক অভিবাসীকে গ্রেপ্তার করে পুলিশ। ওই ব্যক্তির বিরুদ্ধে ১০ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়।

বিজ্ঞাপন

এই ঘটনার পর থেকেই হোটেল ও আশপাশের এলাকায় অভিবাসনবিরোধী গোষ্ঠীগুলোর বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চেষ্টা চালালেও বিক্ষোভকারীরা তা উপেক্ষা করে পুলিশের দিকে বোতল, ইট-পাটকেল, হাতবোমা ও আতশবাজি নিক্ষেপ করে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন, যাদের মধ্যে অন্তত দুইজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাষ্ট্রীয় সম্পদ নষ্ট ও পুলিশের ওপর হামলার অভিযোগে ৬ জনকে আটক করা হয়। পরদিন আরও ২৩ জনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

আয়ারল্যান্ডের বিচারমন্ত্রী এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে বিক্ষোভকারীদের সতর্ক করে বলেন, “যারা গ্রেপ্তার হয়েছে, তারা আইনের আওতায় বিচার পাবেন। যদি পরিস্থিতি স্বাভাবিক না হয়, তাহলে গ্রেফতারের সংখ্যা আরও বাড়বে।”

এর আগে ২০২৩ সালে দেশটিতে বড় ধরনের অভিবাসনবিরোধী বিক্ষোভ দেখা গিয়েছিল। তখন আলজেরীয় বংশোদ্ভূত এক ব্যক্তির হামলায় তিন শিশু ও এক স্কুলকর্মী আহত হন।

সূত্র: আল জাজিরা

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD