বিশ্বের জন্য বড় হুমকিতে পরিণত হচ্ছে ম্যালেরিয়া

তহবিল সংকটের কারণে ম্যালেরিয়াবিরোধী বৈশ্বিক উদ্যোগ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে আসন্ন বছরগুলোতে ম্যালেরিয়া পুরো বিশ্বের জন্য এক বড় স্বাস্থ্যঝুঁকিতে পরিণত হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
বিজ্ঞাপন
ম্যালেরিয়া, এইডস ও যক্ষার বিরুদ্ধে লড়াইয়ে অর্থায়নকারী আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস, টিউবারকুলোসিস অ্যান্ড ম্যালেরিয়া–এর নির্বাহী পরিচালক পিটার স্যান্ডস বুধবার এক বিবৃতিতে বলেন, “বর্তমান আর্থিক ঘাটতি যদি অব্যাহত থাকে, তবে ২০৩০ সালের মধ্যে ম্যালেরিয়ায় মৃত্যুর সংখ্যা প্রায় ৯ লাখ ৯০ হাজার পর্যন্ত বেড়ে যেতে পারে। এর মধ্যে অন্তত ৭ লাখ ৫০ হাজার হবে পাঁচ বছরের নিচের শিশু।”
তিনি আরও জানান, “ম্যালেরিয়া মোকাবিলায় অর্থায়ন কমে যাওয়ার প্রভাব আমরা ইতোমধ্যে লক্ষ্য করছি। গত বছরের তুলনায় চলতি বছর এই রোগে মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যদি কেউ জানতে চায় এইডস, যক্ষা ও ম্যালেরিয়ার মধ্যে কোন রোগের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ, আমি নিঃসন্দেহে বলব—ম্যালেরিয়া।”
বিজ্ঞাপন
ম্যালেরিয়া একটি প্রাণঘাতী সংক্রামক রোগ, যা প্লাজমোডিয়াম নামের এককোষী পরজীবীর মাধ্যমে ছড়ায়। এই পরজীবী কেবলমাত্র এনোফিলিস মশার মাধ্যমে মানবদেহে প্রবেশ করতে পারে। তাই এনোফিলিস মশাই ম্যালেরিয়ার একমাত্র বাহক।
রোগটির প্রধান উপসর্গ হলো—জ্বরের সঙ্গে কাঁপুনি, বারবার জ্বর আসা-যাওয়া, প্রচণ্ড ক্লান্তি, মাথাব্যথা ও বমিবমি ভাব। সময়মতো চিকিৎসা না নিলে রোগটি প্রাণঘাতী হয়ে উঠতে পারে।
বিজ্ঞাপন
একসময় এশিয়া, আফ্রিকা ও অন্যান্য উষ্ণমণ্ডলীয় অঞ্চলে বিপুল সংখ্যক মানুষ মারা যেত ম্যালেরিয়ায়। বর্তমানে মৃত্যুহার কিছুটা কমলেও এখনও প্রতি বছর লাখ লাখ মানুষ এই রোগে প্রাণ হারাচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) পরিসংখ্যান অনুযায়ী, প্রতি বছর গড়ে ৫ লাখ ৯৭ হাজার মানুষ মারা যায় ম্যালেরিয়ায়, যার মধ্যে অধিকাংশ মৃত্যুই ঘটে আফ্রিকার দেশগুলোতে।
সূত্র: এএফপি