Logo

ভারতে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত বেড়ে ১৯

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ অক্টোবর, ২০২৫, ১২:১২
13Shares
ভারতে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত বেড়ে ১৯
ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি ভলভো বাস মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে আগুন ধরে মুহূর্তেই পুড়ে যায়।

বিজ্ঞাপন

দুর্ঘটনাটি ঘটে ভোর ৩টা ৩০ মিনিটের দিকে, ন্যাশনাল হাইওয়ে ৪৪-এর উল্লিন্দাকোন্ডা এলাকায়। বাসটিতে তখন ৪৩ জন যাত্রী ছিলেন।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মোটরসাইকেলটি বাসের নিচে আটকে যাওয়ায় ঘর্ষণ থেকে স্পার্ক সৃষ্টি হয় এবং সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে।

কুরনুল জেলা কালেক্টর ড. এ. সিরি জানিয়েছেন, আগুন লাগার পর বাসের দরজার বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ায় দরজা খুলছিল না, ফলে অধিকাংশ যাত্রী বের হতে পারেননি।

বিজ্ঞাপন

কুরনুলের পুলিশ সুপার বিক্রান্ত পাটিল এনডিটিভিকে বলেন, রাত ৩টার দিকে কাবেরি ট্রাভেলসের বাসটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খায়। পরে বাসের নিচে আটকে যাওয়া মোটরসাইকেল থেকেই আগুন লাগে। ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন লাগার কারণ তদন্ত করছে।

তিনি জানান, যেহেতু এটি একটি এসি বাস ছিল, দরজা খুলতে না পেরে যাত্রীদের জানালা ভেঙে বের হতে হয়। যারা দ্রুত জানালা ভেঙে বের হতে পেরেছেন, তারাই প্রাণে বেঁচেছেন।

বিজ্ঞাপন

দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন, তাই অনেকেই বের হতে পারেননি। আগুন দেখতে পেয়ে যারা দ্রুত জানালা ভেঙে লাফ দিয়েছেন, তাদের মধ্যে অনেকেই আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

এখন পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ১৫ জনকে স্থানীয় সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নান্দিয়াল টিডিপি সাংসদ বাইরেড্ডি শাবরি জানান, দুর্ঘটনার পর মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই পুরো বাসটি আগুনে পুড়ে যায়।

বিজ্ঞাপন

তিনি বলেন, “একজন প্রত্যক্ষদর্শী উদ্ধার করতে এগিয়ে গিয়েছিলেন, কিন্তু বাসটি মুহূর্তের মধ্যে বিস্ফোরিত হয়। আমরা প্রায় ১৯ জনকে বাঁচাতে পেরেছি।”

তিনি আরও বলেন, কিছু দেহ এতটাই পুড়ে গেছে যে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

অন্ধ্রপ্রদেশের পরিবহনমন্ত্রী রামপ্রসাদ রেড্ডি জানিয়েছেন, দুর্ঘটনার পর কর্তৃপক্ষ বাসটির অবস্থা ও নথিপত্র যাচাই করছে। গত দুই মাসে বাসটি নিয়ম মেনে চলাচল করেছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

সূত্র: এনডিটিভি

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD