জাতীয় সংলাপের আহ্বান জানাতে প্রস্তুত হামাস

গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাস জানিয়েছে, তারা ফিলিস্তিনের সব রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে জাতীয় সংলাপে বসতে প্রস্তুত। বিশেষ করে পশ্চিম তীরে ক্ষমতাসীন দল ফাতাহর সঙ্গে আলোচনার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে সংগঠনটি।
বিজ্ঞাপন
হামাসের মুখপাত্র হাজেম কাসেম তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সাম্প্রতিক কায়রো বৈঠকে ফাতাহ ও হামাস নেতাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ওই বৈঠকের পর হামাস নেতৃত্ব জাতীয় সংলাপে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়।
হাজেম কাসেম বলেন, “ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) আমাদের জাতীয় কাঠামোর অবিচ্ছেদ্য অংশ। আমরা চাই, সব রাজনৈতিক দল ও গোষ্ঠী একত্র হয়ে একটি ঐক্যবদ্ধ ফিলিস্তিন গঠনে ভূমিকা রাখুক।”
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “যুদ্ধ শেষ হলেও গাজা ও পশ্চিম তীরের জনগণ এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। নতুন কোনো সংঘাত দেখা দিলে এর ক্ষতি পুরো ফিলিস্তিনকেই ভোগ করতে হবে।”
২০০৬ সালের নির্বাচনে জয়ী হয়ে গাজা নিয়ন্ত্রণে নেয় হামাস এবং ফাতাহকে উপত্যকা থেকে সরিয়ে দেয়। এরপর থেকে দুই দলের মধ্যে দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করে। ফাতাহনেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) বর্তমানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি সরকার, যার নেতৃত্বে আছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
আরও পড়ুন: ভারতে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত বেড়ে ১৯
বিজ্ঞাপন
২০২৪ সালে চীনের মধ্যস্থতায় দুই দলের মধ্যে একাধিক বৈঠক হলেও তেমন অগ্রগতি হয়নি। তবে সাম্প্রতিক কায়রো বৈঠকের পর হামাসের পক্ষ থেকে জাতীয় সংলাপের প্রতি নতুন করে আশাবাদ প্রকাশ করা হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি








