রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎবিহীন ৬০ হাজার মানুষ

ইউক্রেনের দক্ষিণপূর্বাঞ্চলীয় ঝাপোরিজ্জিয়ার বিদ্যুৎ সরবরাহকে লক্ষ্য করে রাশিয়া শনিবার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে প্রায় ৬০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন।
বিজ্ঞাপন
ঝাপোরিজ্জিয়ার আঞ্চলিক গভর্নর ইভান ফেদেরভ জানিয়েছেন, হামলায় প্রদেশে অন্তত দুই জন আহত হয়েছেন এবং সংলগ্ন বন্দরশহর ওডেসায় দুই জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, “বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করতে প্রকৌশলী ও টিম দিনরাত কাজ করছে।”
আরও পড়ুন: এভারেস্টের পাদদেশে আটকা শতাধিক পর্যটক
মনে করানো যায়, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। অভিযানের প্রথম আট মাসে রুশ বাহিনী দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজ্জিয়া ও খেরসন প্রদেশ দখল করে। ইউক্রেন এই অঞ্চলগুলো পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
বিজ্ঞাপন
ফেদেরভ আরও জানিয়েছেন, শুধু শনিবারই ঝাপোরিজ্জিয়ার ১৮টি স্থানে হামলা চালানো হয়েছে।
সূত্র: রয়টার্স








