Logo

মস্তিষ্ক ছাড়াই ২০ বছর বেঁচে এক তরুণী, চিকিৎসকদের চোখে ‘জীবন্ত বিস্ময়’

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১১ নভেম্বর, ২০২৫, ১৪:৩৩
19Shares
মস্তিষ্ক ছাড়াই ২০ বছর বেঁচে এক তরুণী, চিকিৎসকদের চোখে ‘জীবন্ত বিস্ময়’
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যে এক তরুণী চিকিৎসা বিজ্ঞানের জন্য এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন। অ্যালেক্স সিম্পসন নামের এই তরুণী মস্তিষ্ক ছাড়াই জন্মগ্রহণ করেও সম্প্রতি পালিত করেছেন তার ২০তম জন্মদিন।

বিজ্ঞাপন

জন্মের সময় চিকিৎসকরা আশঙ্কা করেছিলেন, তিনি মাত্র পাঁচ বছরও বাঁচবেন না। তবে সব পূর্বাভাসকে উল্টে দিয়ে, অ্যালেক্স এখন দুই দশক ধরে বেঁচে আছেন।

জন্মের মাত্র দুই মাস পর চিকিৎসকরা অ্যালেক্সের পরিবারকে জানিয়েছিলেন, তিনি ‘হাইড্রানেনসেফালি’ নামের এক বিরল রোগে আক্রান্ত। এই রোগে তার মাথায় স্বাভাবিক মস্তিষ্ক গঠিত হয়নি; মেরুদণ্ডের গোড়ায় অতি ক্ষুদ্র কিছু মস্তিষ্ক কোষের উপস্থিতি ছাড়া বাকি অংশ অনুপস্থিত।

বিজ্ঞাপন

চিকিৎসকরা আশঙ্কা করেছিলেন, অ্যালেক্স চার বছরের বেশি বাঁচবেন না। কিন্তু আজ তিনি ২০ বছর বয়সে জীবন্ত এবং সক্রিয়।

অ্যালেক্সের পরিবার বিশ্বাস করেন, তিনি আশপাশের পরিবেশ অনুভব করতে সক্ষম। তার ছোট ভাই ১৪ বছর বয়সী এসজে বলেন, “যদি কেউ মানসিক চাপের মধ্যে থাকে, অ্যালেক্স তা বুঝতে পারে। এমনকি দাদি ব্যথায় কষ্ট পান, অ্যালেক্স সেটা টের পান।”

বিজ্ঞাপন

চিকিৎসকেরা তাকে ‘জীবন্ত বিস্ময়’ হিসেবে আখ্যায়িত করেছেন। তাদের মতে, অ্যালেক্সের কাহিনী মানব শরীরের অভিযোজন ক্ষমতার এক অনন্য উদাহরণ এবং চিকিৎসা ইতিহাসে বিরল ঘটনা।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD