জর্জিয়া সীমান্তে তুরস্কের সামরিক বিমান বিধ্বস্ত

আজারবাইজান থেকে ফেরার পথে তুরস্কের সামরিক বাহিনীর একটি সি-১৩০ কার্গো বিমান জর্জিয়া সীমান্তের কাছে বিধ্বস্ত হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১১ নভেম্বর) জর্জিয়া-আজারবাইজান সীমান্ত অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘আজারবাইজান থেকে দেশে ফেরার পথে তুর্কি সশস্ত্র বাহিনীর একটি সি-১৩০ সামরিক কার্গো বিমান জর্জিয়া-আজারবাইজান সীমান্ত এলাকায় বিধ্বস্ত হয়েছে।’
বিজ্ঞাপন
বিবৃতিতে আরও জানানো হয়, দুর্ঘটনার পরপরই আজারবাইজান ও জর্জিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত বিমানে থাকা যাত্রীসংখ্যা বা হতাহতের তথ্য প্রকাশ করা হয়নি।
অন্যদিকে, জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও ঘটনাটি নিশ্চিত করেছে। তাদের বিবৃতিতে বলা হয়, ‘তুরস্কগামী একটি সামরিক কার্গো বিমান আজারবাইজান সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে জর্জিয়ার ভূখণ্ডে বিধ্বস্ত হয়েছে।’
বিজ্ঞাপন
জর্জিয়ার পক্ষ থেকে ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
সূত্র: এএফপি








