ইসলামাবাদে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত অন্তত ১২

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। ইসলামাবাদ পুলিশ এই হতাহতের তথ্য দেশটির সংবাদমাধ্যম ডন নিউজকে নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
দেশের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এই ঘটনাকে আত্মঘাতী হামলা হিসেবে উল্লেখ করে নিহতদের পরিবারে সমবেদনা জ্ঞাপন করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতার কামনা করেছেন।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই বিস্ফোরণকে দেশের জন্য সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ইসলামাবাদের এই হামলা প্রমাণ করছে যে, পাকিস্তান শুধু সীমান্ত অঞ্চলে যুদ্ধ নয়, দেশের অভ্যন্তরেও নিরাপত্তা ঝুঁকির মুখে রয়েছে। এ পরিস্থিতিতে কাবুলের সঙ্গে সফল আলোচনার আশা করা অর্থহীন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আদালত চত্বরের নিরাপত্তা বেষ্টনীর পেছনে পুড়ে যাওয়া গাড়ির ধ্বংসাবশেষ থেকে আগুন ও ধোঁয়ার কুণ্ডলি উঠছে।








