Logo

রেসিডেন্ট কার্ডের মেয়াদ ১০ বছর করল ওমান সরকার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১১ নভেম্বর, ২০২৫, ১৯:৫৩
10Shares
রেসিডেন্ট কার্ডের মেয়াদ ১০ বছর করল ওমান সরকার
ছবি: সংগৃহীত

ওমান সরকার প্রবাসীদের জন্য এক বড় সুখবর দিয়েছে। এখন থেকে দেশটিতে বসবাসরত প্রবাসীদের রেসিডেন্ট কার্ড বা ‘আকামা’র মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে সর্বোচ্চ ১০ বছর করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ। ওমানি দৈনিক আথির-এর বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, ওমান পুলিশ ও কাস্টমসের মহাপরিদর্শক লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মহসিন আল শুরাইকি ‘সিভিল স্ট্যাটাস আইন’-এর কিছু ধারা সংশোধন করে নতুন এই সিদ্ধান্ত (নম্বর ১৫৭/২০২৫) জারি করেছেন।

নতুন নীতিমালা অনুযায়ী, রেসিডেন্ট কার্ডের মেয়াদ নির্ধারিত শর্ত অনুযায়ী সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত করা যাবে। তবে কার্ডের মেয়াদ শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে প্রতি বছর নির্দিষ্ট ফি পরিশোধ করে নবায়ন করতে হবে।

বিজ্ঞাপন

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেসিডেন্ট কার্ড নবায়নের ফি প্রতি বছর ৫ ওমানি রিয়াল নির্ধারণ করা হয়েছে। আর কার্ড হারানো বা নষ্ট হলে নতুন কার্ড ইস্যুর জন্য ২০ রিয়াল পরিশোধ করতে হবে।

এর আগে, চলতি বছরের আগস্টে প্রবাসীদের রেসিডেন্ট কার্ডের মেয়াদ দুই বছর থেকে তিন বছর করার ঘোষণা দিয়েছিল দেশটি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৫ সালের জুন মাস পর্যন্ত হিসেব অনুযায়ী, ওমানে প্রায় ১৮ লাখ বাংলাদেশি প্রবাসী কর্মরত আছেন। এর মধ্যে বেসরকারি খাতে প্রায় ১৪ লাখ, সরকারি খাতে ৪১ হাজার এবং গৃহকর্মী হিসেবে ৩ লাখ ৪৯ হাজার বাংলাদেশি কাজ করছেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD