Logo

বাংলাদেশ এক পা এগোলে, পাকিস্তান দুই পা এগিয়ে আসবে: মাওলানা ফজলুর

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৫, ১৩:১০
15Shares
বাংলাদেশ এক পা এগোলে, পাকিস্তান দুই পা এগিয়ে আসবে: মাওলানা ফজলুর
ছবি: সংগৃহীত

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত এক বৃহৎ ধর্মীয় সমাবেশে পাকিস্তানের জমিয়তে উলেমায়ে ইসলাম–ফজল (জেইউআই-এফ) দলের প্রধান মাওলানা ফজলুর রহমান বাংলাদেশ–পাকিস্তান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

রবিবার (১৬ নভেম্বর) প্রকাশিত দ্য ডন–এর প্রতিবেদন অনুযায়ী, তিনি বলেছেন—বাংলাদেশ যদি সম্পর্ক উন্নয়নে এক ধাপ বাড়ায়, পাকিস্তান সাড়া দেবে দু’ধাপ এগিয়ে।

খতমে নবুয়ত বিষয়ক এই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বাংলাদেশের মানুষের ধর্মীয় সচেতনতা, সক্রিয়তা ও উদ্যমের বিশেষ প্রশংসা করেন। তাঁর ভাষ্য, প্রকৃত ধর্মভিত্তিক আন্দোলনের লক্ষ্য সহিংসতা নয়—বরং আদর্শ, স্থিতিশীলতা ও সঠিক পথ ধরে রাখা।

বিজ্ঞাপন

মাওলানা ফজলুর রহমান মনে করেন, দুই দেশের জনগণ ধর্মীয় বিশ্বাসের এমন এক বন্ধনে আবদ্ধ, যা সময়ের সঙ্গে কখনো ক্ষয় হবে না। তিনি বলেন, পাকিস্তান থেকে আসা প্রতিনিধি দল শুধু অংশগ্রহণের জন্য নয়, বরং পাকিস্তানের জনগণের শুভেচ্ছা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতেও এসেছে।

নবুয়তের বিষয়ে উপমহাদেশের আলেমদের অভিন্ন অবস্থান উল্লেখ করে তিনি বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর পর নবুয়তের দাবি করলে কেউ ইসলামের আওতার বাইরে চলে যায়। এই বিশ্বাস দুই দেশের মুসলমানের মধ্যেও অভিন্ন।

বিজ্ঞাপন

সম্মেলনের মাধ্যমে দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, আস্থা ও সহযোগিতা আরও সুদৃঢ় হবে—এমন আশাবাদও ব্যক্ত করেন জেইউআই–এফ নেতা। তাঁর কথায়, “বাংলাদেশ একটু এগোলে, পাকিস্তান আরও বেশি আন্তরিকভাবে কাছে আসবে।”

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD