মেক্সিকোতে জেন-জি আন্দোলনে উত্তেজনা

মিশোয়াকান রাজ্যের উরুয়াপানের মেয়র মাঞ্জো রদ্রিগেজের হত্যার পর মেক্সিকোতে জেন-জি আন্দোলন তীব্র রূপ নিয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয় সময় শনিবার (১৫ নভেম্বর) রাজধানী মেক্সিকো সিটির ন্যাশনাল প্যালেসের সামনে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের বিরুদ্ধে প্রতিবাদে সমবেত হন।
বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শুরু হলেও কিছু অংশগ্রহণকারী সহিংসতা শুরু করে, পুলিশের ১০০ জন সদস্য আহত হয়েছেন, ৪০ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, পুলিশের হামলায় ২০ জন বিক্ষোভকারীও আহত হন, বিক্ষোভকারীরা ভবনের চারপাশের লোহার বেড়া ভেঙে ফেলেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: রাশিয়ার তেল শোধনাগারে হামলা
৬৫ বছর বয়সী রোসা মারিয়া আভিলা বলেন, “এই মেয়র ছিলেন এমন ব্যক্তি, যিনি অপরাধীদের প্রতিরোধ করার জন্য পুলিশ সদস্যদের পাহাড়ি এলাকায় পাঠাতেন।” ২৯ বছর বয়সী আন্দ্রেস মাসা যোগ করেন, “আমাদের আরও নিরাপত্তা প্রয়োজন।”
মেক্সিকো প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম ২০২৪ সালের অক্টোবর থেকে ক্ষমতায় থাকলেও, সাম্প্রতিক হাই-প্রোফাইল হত্যাকাণ্ডের কারণে সমালোচনার মুখে পড়েছেন।
বিজ্ঞাপন
সূত্র: দ্য গার্ডিয়ান








