ইউক্রেন শান্তি পরিকল্পনায় বড় অগ্রগতি, দ্রুত সমাধানের আশা যুক্তরাষ্ট্রের

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় ইউক্রেন ও ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন।
বিজ্ঞাপন
সোমবার (২৪ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, খসড়া প্রস্তাবের বেশ কিছু ইস্যুতে মতপার্থক্য রয়ে গেলেও আলোচনায় বড় ধরণের অগ্রগতি হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, চার বছর ধরে চলমান যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্র যেই পরিকল্পনায় কাজ করছে, তাতে “অসাধারণ অগ্রগতি” হয়েছে। তিনি জানান, ন্যাটোর ভূমিকা ও ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার মতো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও কাজ বাকি আছে।
বিজ্ঞাপন
রুবিও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্থাপিত ২৮ দফা শান্তি প্রস্তাব নিয়ে বহু জটিল ইস্যুতে মতপার্থক্য কমে এসেছে।
তিনি বলেন, “আজ আমরা সে দিক থেকে খুব বড় অগ্রগতি করেছি”।
ইউক্রেনের প্রতিনিধি দলের প্রধান আন্দ্রি ইয়ারমাকও জানান, আলোচনায় “খুব ভালো অগ্রগতি” হয়েছে এবং তারা “ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির পথে” এগোচ্ছেন।
বিজ্ঞাপন
এরই মধ্যে কৃতজ্ঞতা প্রকাশ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। ট্রাম্প অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রতি ইউক্রেন কৃতজ্ঞতা দেখাচ্ছে না। পরে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ট্রাম্পকে ধন্যবাদ জানান।
সিবিএস নিউজ জানায়, শিগগিরই জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফর এবং ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে।
বিজ্ঞাপন
মার্কিন পরিকল্পনা চূড়ান্ত হলে তা মস্কোর কাছেও উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন রুবিও। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগেই বলেছেন, এই পরিকল্পনা চূড়ান্ত শান্তি চুক্তির ভিত্তি হতে পারে; তবে ইউক্রেন আলোচনা থেকে সরে এলে আরও ভূখণ্ড দখলের হুঁশিয়ারিও দেন তিনি।








