Logo

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর, ২০২৫, ১১:০৮
13Shares
পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা
ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে আধাসামরিক বাহিনী ফেডারেল কনস্ট্যাবুলারি (এফসি)-এর সদর দপ্তরে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ নভেম্বর) পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বিজ্ঞাপন

হামলার সময় দু’টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরপর বিস্ফোরণের পরই নিরাপত্তা বাহিনী দ্রুত পুরো এলাকা ঘিরে ফেলে পাল্টা অভিযান শুরু করে।

পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার (সিসিপিও) ড. মিয়াঁ সাঈদ আহমদ ডন পত্রিকাকে বলেন, “এফসি সদর দপ্তর হামলার মুখে পড়েছে। আমরা পাল্টা ব্যবস্থা নিচ্ছি এবং পুরো এলাকা অবরুদ্ধ করা হয়েছে।”

বিজ্ঞাপন

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া (কেপি) ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২২ সালের নভেম্বরে সরকারের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) পুনরায় নিরাপত্তা বাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে হামলার হুমকি দেওয়ার পর সহিংসতা আরও বৃদ্ধি পায়।

এর আগে গত সেপ্টেম্বরে কেপির বান্নু জেলায় এফসি সদর দপ্তরে হামলার চেষ্টা চালানো হলেও সেনাবাহিনী তা প্রতিহত করে। ওই ঘটনায় ছয়জন সেনা সদস্য নিহত এবং পাঁচ হামলাকারী নিহত হয়।

বিজ্ঞাপন

পাকিস্তান সেনাবাহিনীর দাবি, ভারতের মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী ‘ফিতনা-আল-খারিজ’ ওই হামলার পেছনে ছিল। নিষিদ্ধ সংগঠন টিটিপির সন্ত্রাসীদের বোঝাতে এ শব্দটি ব্যবহার করা হয়।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা