Logo

এবার ভূমিকম্পের শিকার হলো সৌদি আরব

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর, ২০২৫, ১৩:২৯
60Shares
এবার ভূমিকম্পের শিকার হলো সৌদি আরব
ছবি: সংগৃহীত

সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় হরাত আল-শাকা এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকমাপটির ৩.৪ মাত্রা ছিল বলে জানিয়েছে সৌদি জিওলজিক্যাল সার্ভে (এসজিএস)।

বিজ্ঞাপন

এসজিএস-এর বরাতে দেশটির সরকারি সংবাদ মাধ্যম সৌদি গেজেট জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল থেকে দুপুরের মধ্যে এই কম্পন রেকর্ড করা হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মদিনা অঞ্চলের আল-আইস এবং তাবুক অঞ্চলের উমলুজ গভর্নরেটের মধ্যবর্তী হরাত আল-শাকা থেকে প্রায় ৮৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

যদিও ভূমিকম্প অনুভূত হয়েছে, তবে প্রাথমিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। হরাত আল-শাকা সৌদি আরবের অন্যতম প্রধান আগ্নেয় লাভাক্ষেত্র হিসেবে পরিচিত। তাই মৃদু কম্পন হলেও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

বিজ্ঞাপন

একই সময়ে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরাকেও শক্তিশালী কম্পন রেকর্ড করা হয়েছে। ইরাকের কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.০৯। সৌদি আরব ও ইরাকের এই ভূমিকম্পগুলো দেশীয় সিসমিক মনিটরিং নেটওয়ার্ক দ্বারা পর্যবেক্ষণ করা হয়েছে।

জিওলজিস্টরা বলছেন, মৃদু কম্পনের ঘটনা সাধারণত আগ্নেয়প্রবাহ বা ভূমিকম্পীয়ভাবে সক্রিয় অঞ্চলে পর্যবেক্ষণযোগ্য। তবে হঠাৎ বা শক্তিশালী ভূকম্পন সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে, তাই পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

স্থানীয় কর্তৃপক্ষও জানিয়েছে, কোনো প্রাথমিক আহত বা বৈপ্লবিক ক্ষয়ক্ষতির খবর নেই। তবে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD