Logo

মার্কিন ভিসা না পেয়ে ভারতীয় নারী চিকিৎসকের আত্মহত্যা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর, ২০২৫, ১৩:৫২
22Shares
মার্কিন ভিসা না পেয়ে ভারতীয় নারী চিকিৎসকের আত্মহত্যা
ছবি: সংগৃহীত

ভারতের হায়দরাবাদে মার্কিন ভিসা না পাওয়ায় ৩৮ বছর বয়সী এক নারী চিকিৎসক রোহিনি আত্মহত্যা করেছেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, তিনি তার অ্যাপার্টমেন্টে আত্মহত্যা করেন এবং পরে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করেন। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও পাওয়া গেছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, রোহিনি শুক্রবার রাতে ঘুমের ওষুধের অতিরিক্ত ডোজ নিয়েছেন বা নিজেই ওষুধ ইনজেকশন দিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্টের পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হবে।

বিজ্ঞাপন

তার মা লক্ষ্মী জানান, রোহিনি যুক্তরাষ্ট্রে চাকরি করতে চেয়েছিলেন। কিন্তু ভিসা না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন। তিনি ২০০৫–২০১০ সালে কিরগিজস্তানে এমবিবিএস শেষ করেছেন এবং ইন্টারনাল মেডিসিনে বিশেষজ্ঞ হওয়ার উচ্চাকাঙ্ক্ষা ছিল।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভিসার অনুমোদনের অপেক্ষায় থাকা অবস্থায় তার হতাশা ও মানসিক চাপ আরও বেড়ে যায়।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD