বাংলাদেশকে দেয়ার জন্য ১ লাখ টন চাল কিনছে পাকিস্তান

বাংলাদেশে রপ্তানির উদ্দেশে এক লাখ টন চাল কেনার জন্য দরপত্র আহ্বান করেছে পাকিস্তানের রাষ্ট্রীয় বাণিজ্য সংস্থা Trading Corporation of Pakistan (TCP)।
বিজ্ঞাপন
সোমবার (২৪ নভেম্বর) এ তথ্য প্রকাশিত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানের সংবাদমধ্যম দ্য ডন।
ডনের প্রতিবেদনে বলা হয়, টিসিপি গত ২০ নভেম্বর ঘোষিত টেন্ডারের মাধ্যমে আগ্রহী সরবরাহকারীদের কাছ থেকে সিল করা দরপত্র গ্রহণ করছে। মূল্য প্রস্তাব জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর দুপুরের আগে।
বিজ্ঞাপন
ডন জানিয়েছে, গেল ২০ নভেম্বর জারি করা টিসিপি টেন্ডার অনুসারে, মূল্য প্রস্তাব জমা দেয়ার শেষ তারিখ আগামী ২৮ নভেম্বর বেলা ১১টা ৩০ মিনিট।
দরপত্র অনুযায়ী করাচি বন্দর হয়ে বাংলাদেশে পাঠানোর জন্য IRRI-6 ধরনের লম্বা দানার সাদা চাল কিনতে চায় সংস্থাটি। পণ্যটি অবশ্যই পাকিস্তানের সর্বশেষ মৌসুমি ফসলের মজুদের মধ্য থেকে সরবরাহ করতে হবে। একই সঙ্গে চালের গুণগত মান নিশ্চিত করতে কয়েকটি শর্তও দেওয়া হয়েছে—যেমন কোনো দুর্গন্ধ, ছত্রাক, অস্বাভাবিক বীজ বা পোকামাকড়ের উপস্থিতি থাকবে না এবং চাল সম্পূর্ণ মানব খাদ্যোপযোগী হতে হবে।
প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের শুরুর দিকে বাংলাদেশ ও পাকিস্তান প্রথমবারের মতো সরকারিভাবে ৫০ হাজার টন চালের সরাসরি বাণিজ্য শুরু করে। সেই ধারাবাহিকতায় নতুন এই টেন্ডারকে দুই দেশের অর্থনৈতিক যোগাযোগ বৃদ্ধির আরেকটি ধাপ হিসেবে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
কয়েক দশকের অস্থির সম্পর্কের পর, ২০২৪ সালের আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকে ইসলামাবাদ এবং ঢাকার মধ্যে সম্পর্কের উন্নতি হয়েছে এবং দ্বিপাক্ষিক সম্পৃক্ততাও বৃদ্ধি পেয়েছে।
সূত্র: ডন
বিজ্ঞাপন








