Logo

ভয়াল রূপে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সেনিয়ার

profile picture
জনবাণী ডেস্ক
২৪ নভেম্বর, ২০২৫, ২০:০৬
38Shares
ভয়াল রূপে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সেনিয়ার
ছবি: সংগৃহীত

আন্দামান সাগর ও মালাক্কা প্রণালীর উপর সৃষ্ট নিম্নচাপটি দ্রুত ঘনীভূত হয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পথে রয়েছে। ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই এই নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’ হিসেবে বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় শুরু করবে।

বিজ্ঞাপন

ইতোমধ্যে আন্দামান–নিকোবর দ্বীপপুঞ্জ, তামিলনাড়ু, পদুচেরি ও উপকূলবর্তী কয়েকটি অঞ্চলে সমুদ্র ও আবহাওয়া–সতর্কতা জারি করেছে আইএমডি। স্থানীয় প্রশাসনও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় দুর্যোগ প্রস্তুতি জোরদার করেছে।

ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, মালাক্কা প্রণালী কেন্দ্রীয় এলাকায় বায়ুমণ্ডলের ঊর্ধ্বাংশে সৃষ্ট বায়ুঘূর্ণি থেকে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আজ ভারতের স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে মালাক্কা প্রণালী এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

এখন এটা খুবই সম্ভব যে ২৪ নভেম্বরের গভীর নিম্নচাপে পরিণত হয়ে আন্দামান সাগরের উত্তর-পশ্চিম দিক দিয়ে অগ্রসর হয়ে বঙ্গপোসাগরে প্রবেশ করবে এবং পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গপোসাগরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নেবে।

ঘূর্ণিঝড়ে রূপ নিলে সেটির নাম হবে সেনিয়ার। এটি একটি আরবি শব্দ এবং এর অর্থ সিংহ। এই নাম দিয়েছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাত।

আইএমডির তথ্য অনুযায়ী, পুরোপুরি গঠিত হওয়ার পর সেনিয়ারের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে এবং সেটি আঘাত হানতে পারে বঙ্গপোসাগরের আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে।

বিজ্ঞাপন

সেনিয়ারের প্রভাবে পর্যন্ত আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, তামিলনাড়ু, কেরালা, লাক্ষাদ্বীপ, অন্ধ্র রাজ্যের উপকূলীয় এলাকা আগামী ২৮ নভেম্বর পর্যন্ত ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আইএমডি।

সমুদ্রগামী সব নৌযানকে সতর্কতার সাথে চলাচল বা প্রয়োজন হলে উপকূলে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। উপকূলের বাসিন্দাদেরও পরবর্তী বুলেটিনের দিকে নজর রাখার অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র : এনডিটিভি

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD