Logo

এবার ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল চীন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ ডিসেম্বর, ২০২৫, ১৫:২১
20Shares
এবার ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল চীন
ছবি: সংগৃহীত

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে বৃহস্পতিবার ৬.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

বিজ্ঞাপন

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৩টা ৪৪ মিনিটে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কিরগিজস্তান-জিনজিয়াং সীমান্তের কাছে আক্কি কাউন্টিতে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পরে কাউন্টিতে পরিবহন, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, এবং কোনো বড় ধস বা অবকাঠামোগত ক্ষতির তথ্যও হাতে নেই।

বিজ্ঞাপন

চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, ভূমিকম্প সত্ত্বেও স্থানীয় মানুষ শান্ত রয়েছে এবং জরুরি পরিষেবাগুলি সচল রয়েছে। স্থানীয় প্রশাসন সচেতনতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এই অঞ্চলের ভূমিকম্প সাধারণত সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় কম গভীরতায় আঘাত হানে, যা মাঝে মাঝে স্থানীয় মানুষদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। তবে এই আঘাতের পরে ইতিমধ্যেই সব ব্যবস্থা স্বাভাবিক রয়েছে বলে সরকারি পক্ষ জানিয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: রয়টার্স

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD