Logo

গাজায় ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের হামলা, নিহত শিশুসহ ৭

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ ডিসেম্বর, ২০২৫, ১৪:১৭
6Shares
গাজায় ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের হামলা, নিহত শিশুসহ ৭
ছবি: সংগৃহীত

গাজা খণ্ডে আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় কমপক্ষে ৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন, নিহতদের মধ্যে ৮ ও ১০ বছর বয়সি দুই শিশু রয়েছে। আহত হয়েছেন আরও ৩২ জন।

বিজ্ঞাপন

ইসরায়েলি সেনারা জানায়, রাফায় বুধবার (৩ ডিসেম্বর) তাদের কয়েকজন সেনা নেতানিয়াহু বাহিনীর ওপর হামলায় আহত হন। হামলার জন্য তারা হামাসকে দায়ী করে গাজায় পাল্টা অভিযান চালায়।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছে। তারা বলছে, শান্তিপ্রক্রিয়া ও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল সর্বদা আক্রমণ চালাচ্ছে।

বিজ্ঞাপন

উল্লেখযোগ্য, অক্টোবরে যুদ্ধবিরতি শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েল অন্তত ৫৯১ বার শান্তি চুক্তি লঙ্ঘন করেছে। এসব ঘটনায় কমপক্ষে ৩৬০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং প্রায় ৯৫০ জন আহত হয়েছেন।

মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বারবার ইসরায়েলের এই হামলাকে নিন্দা জানিয়ে বলেছেন, সংঘাত ও নিরীহ বেসামরিক প্রাণহানি রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা প্রয়োজন।

বিজ্ঞাপন

ঘটনার পর গাজা অঞ্চলে নিরাপত্তা ও চিকিৎসা সেবা জোরদার করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ও ইসরায়েলের অবিলম্বে যুদ্ধবিরতি মানা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD