রিয়াদ–দোহা যুক্ত করতে উচ্চগতির রেল চালু করছে সৌদি ও কাতার

মধ্যপ্রাচ্যের দুই প্রতিবেশী ও উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশ সৌদি আরব ও কাতার নিজেদের সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে উচ্চগতির রেল যোগাযোগের মাধ্যমে। রিয়াদ ও দোহাকে সরাসরি সংযুক্ত করতে দুই দেশ একটি আধুনিক হাই-স্পিড রেললাইন নির্মাণে চুক্তি সম্পন্ন করেছে। উদ্যোগটিকে দুই দেশের রাজনৈতিক ঘনিষ্ঠতার আরেকটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)-এর বরাতে জানা যায়, সৌদির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেছেন।
চুক্তি অনুযায়ী প্রস্তাবিত রেলের সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ৩০০ কিলোমিটার। ফলে রিয়াদ ও দোহা—এই দুই রাজধানীর মধ্যে যাতায়াতে সময় লাগবে মাত্র দুই ঘণ্টা। তুলনামূলকভাবে এখন আকাশপথে একই দূরত্ব অতিক্রমে লাগে প্রায় ৯০ মিনিট।
এসপিএ জানিয়েছে, রেললাইন নির্মাণ ও পুরো নেটওয়ার্ক চালু হতে সময় লাগবে প্রায় ছয় বছর। প্রথম পর্যায়ে রিয়াদ–দোহা রুটে যাত্রা শুরু হলেও পরবর্তীতে সৌদি আরবের আল হোফুফ ও দাম্মাম শহরকেও এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে। রেলটি চালু হলে প্রতিবছর অন্তত ১০ লাখ যাত্রী উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
২০১৭ সালে কাতারের ওপর সৌদিসহ কয়েকটি উপসাগরীয় দেশ অবরোধ আরোপ করলে দুই দেশের সম্পর্ক তীব্রভাবে খারাপ হয়। দোহা–রিয়াদ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেয় সৌদি সরকার। তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২১ সালে সম্পর্কের বরফ গলতে শুরু করে এবং একই বছর কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন হয়।
ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ২০২১ সালের দোহা সফর দুই দেশের সম্পর্ককে আরও স্থিতিশীল ভিত্তি দেয়। নতুন হাই-স্পিড রেল চুক্তি সেই সম্পর্ককে আরও শক্তিশালী করার দিকেই ইঙ্গিত করে বলে বিশ্লেষকদের অভিমত।
সূত্র: আলজাজিরা








