Logo

ভারতের চাল ও কানাডার সারের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ ডিসেম্বর, ২০২৫, ১৫:১৫
7Shares
ভারতের চাল ও কানাডার সারের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
ছবি: সংগৃহীত

মার্কিন কৃষকদের স্বার্থ রক্ষার অংশ হিসেবে ভারতের চাল ও কানাডার সারের ওপর নতুন করে শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে কৃষকদের জন্য ঘোষণা করা ১ হাজার ২০০ কোটি ডলারের প্রণোদনা প্যাকেজ উপস্থাপনকালে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

ট্রাম্প বলেন, তার প্রশাসন বিশ্বের বিভিন্ন দেশে যে বাড়তি শুল্ক আরোপ করেছে, সেই আয় থেকেই কৃষকদের জন্য বড় অঙ্কের সহায়তা দেওয়া সম্ভব হচ্ছে। “কৃষকরা যুক্তরাষ্ট্রের অপরিহার্য সম্পদ,” উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ অবহেলার কারণে মার্কিন কৃষি স্থবির হয়ে পড়েছিল, আর তার শুল্কনীতি দেশের অভ্যন্তরীণ উৎপাদন ও কৃষিকে রক্ষার উদ্দেশ্যেই প্রণয়ন করা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের ভোক্তা পর্যায়ে চালের বাজারে এখনো ভারতীয় চালই আধিপত্য করছে। এ বিষয়ে তার প্রশাসন পদক্ষেপ নেবে বলেও ইঙ্গিত দেন তিনি। ট্রাম্প বলেন, “এটা খুব সহজ বিষয়… প্রযোজ্য শুল্ক বসালেই কয়েক মিনিটে সমাধান হয়ে যাবে।”

কানাডার সারের বিপুল আমদানির কারণে যুক্তরাষ্ট্রের নিজস্ব সারের বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, “যদি আমাদের দেশীয় বাজার রক্ষা করতে হয়, তাহলে সম্ভবত কানাডার সারের ওপর আরও উচ্চশুল্ক আরোপ করতে হবে।”

বিজ্ঞাপন

এ বছরের ২ এপ্রিল বিশ্বব্যাপী ১০০টিরও বেশি দেশের ওপর রপ্তানি শুল্ক বাড়ায় ট্রাম্প প্রশাসন। এর মধ্যে ভারত ও কানাডা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম—ভারতের ওপর ৫০ শতাংশ এবং কানাডার ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়।

যদিও গত নভেম্বর ভারতের কয়েকটি পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করা হয়েছে—এর মধ্যে রয়েছে গোলমরিচ, জিরা, হলুদ, আদা, লবঙ্গ, এলাচসহ নানা মসলা এবং সব ধরনের ভারতীয় চা। তবে বাসমতি চাল, চিংড়ি ও অন্যান্য সামুদ্রিক মাছ এখনো শুল্কের আওতায় রয়ে গেছে।

সূত্র : এএফপি

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

ভারতের চাল ও কানাডার সারের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের