সাবেক গোয়েন্দাপ্রধানকে ১৪ বছর কারাবাসের সাজা দিলো পাকিস্তান

পাকিস্তানের সামরিক আদালত ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল (এফজিসিএম) দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআই–এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ফাইজ হামিদকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন। বৃহস্পতিবার আইএসআইয়ের গণসংযোগ দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিজ্ঞাপন
বিবৃতিতে বলা হয়, প্রায় ১৫ মাস ধরে মামলা চলার পর আদালত এই রায় ঘোষণা করে। ফাইজ হামিদের বিরুদ্ধে মোট চারটি গুরুতর অভিযোগে বিচার হয়, রাজনৈতিক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা, দাপ্তরিক গোপনীয়তা আইন লঙ্ঘন, রাষ্ট্রীয় নিরাপত্তা ও স্বার্থকে ঝুঁকিতে ফেলা, ক্ষমতার অপব্যবহার ও রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে জনগণের ক্ষতি সাধন।
আইএসআই জানায়, আদালত দীর্ঘ ও বিস্তারিত প্রক্রিয়ার মধ্য দিয়ে অভিযোগগুলো প্রমাণিত হওয়ায় কঠোর কারাদণ্ড ঘোষণা করেছে। বিচার চলাকালে ফাইজ হামিদকে আইনি প্রতিনিধিত্বসহ সব অধিকার দেওয়া হয়েছে এবং চাইলে তিনি উচ্চতর সামরিক আপিল ফোরামে আপিল করতে পারবেন।
বিজ্ঞাপন
সংস্থাটি আরও জানায়, রাজনৈতিক অস্থিরতা উসকে দেওয়া–সহ আরও কিছু অভিযোগ এখনও তদন্তাধীন রয়েছে। ফাইজ হামিদ ২০১৯ সালে আইএসআইয়ের মহাপরিচালক হন এবং ২০২১ সালে অবসর নেন।
২০২৪ সালে এক শীর্ষ রিয়েল এস্টেট ব্যবসায়ী তার বিরুদ্ধে ভয়ভীতি দেখানো, জমি দখল এবং অভিযানের নামে মূল্যবান সামগ্রী আত্মসাতের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেন। আদালত সেই অভিযোগ সেনাবাহিনীর কাছে পাঠালে প্রাথমিক তদন্তের ভিত্তিতে একই বছরের আগস্টে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
সূত্র: জিও টিভি








